TRENDING:

গণেশ চতুর্থীর পরের দিন একি সাংঘাতিক দৃশ্য! শালবনির জঙ্গলে উদ্ধার মরা... তবে কি রুষ্ট হলেন সিদ্ধিদাতা!

Last Updated:

Elephant Death: গণেশ পুজোর পরের দিনই শালবনির জঙ্গলে মর্মান্তিক দৃশ্য। সাতসকালে উদ্ধার বাচ্চা হাতির দেহ। চাঞ্চল্য এলাকায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: বুধবার দেশজুড়ে সাড়ম্বরে উদযাপন হয়েছে গনেশ পুজো। ঠিক তার পরের দিনই হাতির মৃত্যুতে চাঞ্চল্য জঙ্গলমহলে। জেলার এক জঙ্গলে হস্তিশাবকের মৃতদেহ দেখতে পায় সাধারণ মানুষ। এরপর এই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে।
গণেশ চতুর্থীর পরের দিন শালবনির জঙ্গলে হাতির (প্রতীকী ছবি)
গণেশ চতুর্থীর পরের দিন শালবনির জঙ্গলে হাতির (প্রতীকী ছবি)
advertisement

বাচ্চা হাতির মৃত্যুতে চাঞ্চল্য পশ্চিম মেদিনীপুরে। গণেশ পুজোর পরের দিনই বাচ্চা হাতির মৃত্যুতে শোকস্তব্ধ পশুপ্রেমীরা। তবে সাধারণ মৃত্যু বলেই প্রাথমিকভাবে অনুমান বন দফতরের। মাস খানেক আগে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় এক হাতির। তবে এবার জঙ্গলের মধ্যে হাতির মৃতদেহ উদ্ধার হয়েছে। বৃহস্পতিবার সকালে মৃতদেহ দেখতে পাওয়া যায় মেদিনীপুর ডিভিশনের অন্তর্গত শালবনী এলাকায়।

advertisement

আরও পড়ুনঃ ডুয়ার্সের জঙ্গল সাফারি হবে আরও রোমাঞ্চকর! গরুমারার জঙ্গলে দেখা মিলল নতুন অতিথিদের, দেরি না করে ঘুরে আসুন

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শালবনি হাসপাতালের অনতি দূরে বৃহস্পতিবার সকালে এক বাচ্চা হাতির মৃতদেহ দেখতে পান স্থানীয়রা। খবর দেওয়া হয় বন দফতরে। বন বিভাগের কর্মীরা এসে মৃত্যু নিশ্চিত করেন। মেদিনীপুর ডিভিশনের ডিএফও দীপক এম বলেন, “প্রাথমিকভাবে অনুমান এই মৃত্যু স্বাভাবিক। তবে ময়নাতদন্ত করার পর জানা যাবে হাতির মারা যাওয়ার আসল কারণ। ইতিমধ্যে সেই ব্যবস্থা করা হচ্ছে বন বিভাগের তরফে।”

advertisement

আরও পড়ুনঃ নেশা করে বেহুঁশ দশা! হাতির করিডরেই শুয়ে শান্তির ঘুম, গভীর রাতে ধেয়ে আসল দাঁতালের দল, কী পরিণতি হল যুবকের?

প্রসঙ্গত, কয়েক মাস আগে এপ্রিল মাসে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রামের কলমাপুকুরিয়া এলাকায় মৃত্যু হয়েছিল একটি হাতির। তবে কয়েক মাস আগে ট্রেনের ধাক্কায় ঝাড়গ্রামে মৃত্যু হয় একটি হাতির। ফের জঙ্গলমহলে হাতির মৃত্যু। স্বাভাবিকভাবে কারণ নিয়ে ধন্দে সাধারণ মানুষ। বন দফতর সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরে একটি হাতির পাল অবস্থান করছে এই জঙ্গলে। নজরদারি ছিল প্রশাসনের তরফে। বন আধিকারিক বলেন, রাতেই মৃত্যু হয়েছে। সকালে মৃতদেহ দেখা যায়। বৃহস্পতিবার ময়নাতদন্ত হবে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই ঘটনায় মর্মাহত পশুপ্রেমীরা। গ্রামবাসীদের বক্তব্য, ‘সকালে হাতিটিকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা যায়। পাশে গেলে জানা যায় হাতিটি মৃত। বন দফতরে খবর দেওয়া হলে কর্মীরা আসেন।’ জঙ্গলমহলের এক পশুপ্রেমী রাজনীতিবিদ সন্দীপ সিংহ বলেন, মিরগা বিট, বরাকুলি গ্রামে গণেশ চতুর্থীর দিন থেকে হাতিরা ছিল। জঙ্গলে খুব শান্তভাবে হাতিরা থাকে। তবে এই মৃত্যু অত্যন্ত দুর্ভাগ্যজনক। স্বাভাবিক মৃত্যু বলেই অনুমান করা হচ্ছে। বন দফতর খতিয়ে দেখছে। স্বাভাবিকভাবে গণেশ পুজোর পরের দিন বাচ্চা হাতির মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। তদন্তে বন বিভাগ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গণেশ চতুর্থীর পরের দিন একি সাংঘাতিক দৃশ্য! শালবনির জঙ্গলে উদ্ধার মরা... তবে কি রুষ্ট হলেন সিদ্ধিদাতা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল