চলছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। চারিদিকে আনন্দের ঘটা। মন্ত্র উচ্চারণের শব্দ। মা আসার অপেক্ষায় সারা বছর দিন গোনে বাঙালি কিন্তু পুজো শুরু হলেই এক নিমেষেই দিনগুলো চলে যায়। শুরু হয় আবার একটা বছরের অপেক্ষা। মাতৃ আরধনার ছবি রইল আপনাদের জন্য। এই মুহূর্তে দেখছেন চন্দ্রকোনার লালসাগর সর্বজনীনের চিত্র। এ বছর তারা ১৬ তম বর্ষে পদার্পণ করল। তাদের এবছরের থিম: ‘এলেম নতুন দেশে’। পুজো কমিটির কথা অনুযায়ী প্রায় ১০ লক্ষ টাকা বাজেট এই পুজোর। চন্দ্রকোনার গোপসাই লালসাগর সর্বজনীন দুর্গোৎসব এবার পা দিল ১৬ তম বর্ষে। এ বছরের থিম “এলেম নতুন দেশে”।
advertisement
আরও পড়ুন: কালচিনিতে এক টুকরো গুজরাত, ডাণ্ডিয়াতে মাতল ছেলেমেয়েরা, ছবিতে দেখুন
মণ্ডপসজ্জায় পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবহারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রতিমায় রয়েছে ঐতিহ্যের ছোঁয়া— সাবেকিয়ানা রূপেই মা দুর্গাকে গড়ে তোলা হয়েছে। মণ্ডপের ভেতরে পুতুল দিয়ে আলোকসজ্জার অভিনব আয়োজন মুগ্ধ করবে দর্শনার্থীদের। প্রতিবছরই অভিনব থিম ও সৃজনশীলতার জন্য এই বছর পুজো মণ্ডপ দর্শকদের নজর কাড়ে। উদ্যোক্তাদের আশা এ বছরও ভিড় জমবে আগের মতোই।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দুর্গাপুজো মানেই দুঃখ ভুলে আনন্দের জোয়ারে গা ভাসিয়ে দেওয়ার উচ্ছ্বাস। আর এই দিনগুলোর আনন্দ কেউই মিস করে না। সেই ছবিই এখন দিকে দিকে প্রকাশিত।