TRENDING:

West Medinipur News: বদলে গেল বেলদা ডাকঘরের ঠিকানা, মুছল বহু দশকের ঐতিহ্যবাহী ইতিহাস

Last Updated:

West Medinipur News: বহু বছরের ঠিকানা বদল ডাকঘরের। এবার অন্যত্র ভাড়াবাড়িতে চলবে বেলদা মুখ্য ডাকঘরের যাবতীয় কাজ। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: বহু বছরের ঠিকানা বদলাল ডাকঘর। এ বার অন্যত্র ভাড়াবাড়িতে চলবে বেলদা মুখ্য ডাকঘরের যাবতীয় কাজ। বহু বছর ধরে বেলদা স্টেশন সংলগ্ন এলাকায় চললেও এবার বেলদার সবুজপল্লী এলাকায় নতুন ঠিকানায়। বদলে গেল স্থায়ী ঠিকানা। ডাক বিভাগের কাজ করাতে এবার আসতে হবে না বেলদা স্টেশন সংলগ্ন অফিসে। তবে কোথায় যাবেন সাধারণ মানুষ? শুক্রবার একাধিক কাজ শুরু হল সবুজপল্লী এলাকার ভাড়াবাড়িতে। কারণ ১৮ তারিখ থেকে বেলদা পোস্ট অফিস অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। মঙ্গলবার থেকেই গেটে ঝোলানো হয়েছে তালা। বাইরে লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক ‘স্থান পরিবর্তনের লিফলেট’।
বেলদা মুখ্য ডাকঘর
বেলদা মুখ্য ডাকঘর
advertisement

স্বাধীনতার আগে থেকে বেলদা স্টেশন সংলগ্ন এলাকার একটি রেলের জায়গায় চলত বেলদা মুখ্য ডাকঘর। তবে বহু বছরের সেই সম্পর্কে ইতি। পুরনো ঠিকানা থেকে প্রায় সাতশো মিটার দূরে হল নতুন ঠিকানা। সূত্র মারফত জানাই গিয়েছে রেলের অমৃত ভারত প্রকল্পে উন্নয়নের জন্য এই কোয়ার্টারকে ভেঙে নতুনভাবে সাজিয়ে তোলা হবে স্টেশন। তাই ঠিকানা বদলাল মুখ্য ডাকঘরের। ডাকবিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের হাত ধরে শুভ সূচনা হয় নতুন ডাকঘরের। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, যাঁরা বেশ অনেকদিন এখানে আসেননি, তাঁরা প্রাথমিকভাবে সমস্যায় পড়বেন।

advertisement

তবে কোথায় স্থান পরিবর্তন হল ভারতীয় ডাকবিভাগ বেলদা শাখার? শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন বেলদা মুখ্য ডাকঘর অফিসের। বেলদা সবুজপল্লী এলাকায় বাজাজ শোরুমের পাশে নতুনভাবে পথ চলা শুরু করল বেলদা মুখ্য ডাকঘর অফিস। এবার আপাতত স্থায়ীভাবে সেখানেই চলবে অফিসের কাজকর্ম। এবার পোস্ট অফিসে এসে আপনাকে যেতে হবে না বেলদা স্টেশনে। বেলদা স্টেশনে গেলেই দেখা মিলবে তালাবন্ধ ঘরের। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, আপাতত এই সবুজ পল্লী এলাকায় চলবে মুখ্য ডাকঘরের যাবতীয় কাজ। মেইল সার্ভিস থেকে স্পিড পোস্ট সমস্ত কাজ হবে সবুজপল্লীর এই নতুন ডাকঘরে।

advertisement

আরও পড়ুন : মোবাইলে গেম খেলতে খেলতেই প্রেম! রূপকথার বিয়ের পরে স্বপ্নের সংসারে পানসি ভাসিয়েছেন সুব্রত-প্রীতি

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বেলদা এলাকার এক ল্যান্ডমার্ক ছিল বেলদা স্টেশন সংলগ্ন এই ডাকঘর। বহু ইতিহাসের সাক্ষী থেকেছে। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯০১ সালে বেলদা স্টেশনে দাঁড়াত ট্রেন। বহু স্বাধীনতার সংগ্রামীর পদধূলি পড়েছে স্টেশনে। পাশেই ছিল ভারতীয় ডাক বিভাগের বেলদা মুখ্য ডাকঘরের কার্যালয়। তবে আপাতত সেই ঘর তালাবন্ধ। কিছুদিন পর সেই ইতিহাসখচিত ঘর ধুলোয় মিশে তৈরি হবে স্টেশনের কাজ। তবে আপাতত যাবতীয় কাজ চলছে নতুন ভবনে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur News: বদলে গেল বেলদা ডাকঘরের ঠিকানা, মুছল বহু দশকের ঐতিহ্যবাহী ইতিহাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল