স্বাধীনতার আগে থেকে বেলদা স্টেশন সংলগ্ন এলাকার একটি রেলের জায়গায় চলত বেলদা মুখ্য ডাকঘর। তবে বহু বছরের সেই সম্পর্কে ইতি। পুরনো ঠিকানা থেকে প্রায় সাতশো মিটার দূরে হল নতুন ঠিকানা। সূত্র মারফত জানাই গিয়েছে রেলের অমৃত ভারত প্রকল্পে উন্নয়নের জন্য এই কোয়ার্টারকে ভেঙে নতুনভাবে সাজিয়ে তোলা হবে স্টেশন। তাই ঠিকানা বদলাল মুখ্য ডাকঘরের। ডাকবিভাগের একাধিক উচ্চপদস্থ আধিকারিকদের হাত ধরে শুভ সূচনা হয় নতুন ডাকঘরের। এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, যাঁরা বেশ অনেকদিন এখানে আসেননি, তাঁরা প্রাথমিকভাবে সমস্যায় পড়বেন।
advertisement
তবে কোথায় স্থান পরিবর্তন হল ভারতীয় ডাকবিভাগ বেলদা শাখার? শুক্রবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় নতুন বেলদা মুখ্য ডাকঘর অফিসের। বেলদা সবুজপল্লী এলাকায় বাজাজ শোরুমের পাশে নতুনভাবে পথ চলা শুরু করল বেলদা মুখ্য ডাকঘর অফিস। এবার আপাতত স্থায়ীভাবে সেখানেই চলবে অফিসের কাজকর্ম। এবার পোস্ট অফিসে এসে আপনাকে যেতে হবে না বেলদা স্টেশনে। বেলদা স্টেশনে গেলেই দেখা মিলবে তালাবন্ধ ঘরের। ডাক বিভাগের তরফে জানানো হয়েছে, আপাতত এই সবুজ পল্লী এলাকায় চলবে মুখ্য ডাকঘরের যাবতীয় কাজ। মেইল সার্ভিস থেকে স্পিড পোস্ট সমস্ত কাজ হবে সবুজপল্লীর এই নতুন ডাকঘরে।
আরও পড়ুন : মোবাইলে গেম খেলতে খেলতেই প্রেম! রূপকথার বিয়ের পরে স্বপ্নের সংসারে পানসি ভাসিয়েছেন সুব্রত-প্রীতি
বেলদা এলাকার এক ল্যান্ডমার্ক ছিল বেলদা স্টেশন সংলগ্ন এই ডাকঘর। বহু ইতিহাসের সাক্ষী থেকেছে। ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯০১ সালে বেলদা স্টেশনে দাঁড়াত ট্রেন। বহু স্বাধীনতার সংগ্রামীর পদধূলি পড়েছে স্টেশনে। পাশেই ছিল ভারতীয় ডাক বিভাগের বেলদা মুখ্য ডাকঘরের কার্যালয়। তবে আপাতত সেই ঘর তালাবন্ধ। কিছুদিন পর সেই ইতিহাসখচিত ঘর ধুলোয় মিশে তৈরি হবে স্টেশনের কাজ। তবে আপাতত যাবতীয় কাজ চলছে নতুন ভবনে।