Post Office Benefits: পোস্ট অফিস শুনলেই উল্টো রাস্তা ধরেন, জানেন হাতের কাছে কত সুযোগ-সুবিধা দিচ্ছে পোস্ট অফিস
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Post Office Benefits: শুধু চিঠি আদান-প্রদান নয় ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ব্যাঙ্কিং পরিষেবাও আগের থেকে যথেষ্ট উন্নত করা হয়েছে। ডাক বিভাগে কী কী পরিষেবা মেলে! প্রচারে জোর দিল দফতর
উত্তর ২৪ পরগনা : ডাক বিভাগে মেলেএকাধিক পরিষেবা, গ্রামেও প্রচারে জোর। দেশে দেড় লখের বেশি ডাকঘর বা পোস্ট অফিস আছে। বলা হয়ে থাকে, এটি পৃথিবীর সবচেয়ে বড় ডাকসেবা। শুধু চিঠি আদান-প্রদান নয় ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে ব্যাঙ্কিং পরিষেবাও আগের থেকে যথেষ্ট উন্নত করা হয়েছে। ভারতীয় ডাক বিভাগ মূলত চিঠি আর পার্সেল পৌঁছে দেওয়ার পাশাপাশি ব্যাঙ্ক, পেনশন তহবিল ও প্রাথমিক সঞ্চয় রাখার সুবিধা আছে।
advertisement
advertisement
উপভোক্তাদের ব্যাঙ্কিং পরিষেবা দ্রুত পৌঁছে দিতে এবং যাতে সাধারণ মানুষেরা ডাক বিভাগে অর্থ বিনিয়োগ করে বেশি মুনাফা লাভ করতে পারে তার জন্যেও বিভিন্ন স্কিম চালু করা হয়েছে এই ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে। শহরে অনেক মানুষ বর্তমানে ডাক বিভাগের পরিষেবা নিলেও, গ্রামের অনেকেই ডাক বিভাগের পরিষেবা সম্পর্কে যাদের কাছে অজানা। ডাক বিভাগের এই সমস্ত পরিষেবা গুলো সাধারণ মানুষদের কাছে তুলে ধরার জন্য ভারতীয় ডাক বিভাগের উদ্যোগে বসিরহাটের ধান্যকুড়িয়ার এক জমিদার বাড়িতে হল এক বিশেষ সচেতনতা মূলক অনুষ্ঠান। বারাসাত ডিভিশনাল পোস্ট অফিসের উদ্যোগে এদিন এই অনুষ্ঠানে আয়োজন করা হয়।
advertisement
advertisement
বর্তমানে তারা যে সমস্ত অত্যাধুনিক মনের পরিসেবা নিয়ে এসেছে সেই সমস্ত পরিষেবা সম্পর্কে এলাকার মানুষদের ওয়াকিহল করানো হয়। কীভাবে দ্রুত ব্যাংকিং পরিষেবার মধ্য দিয়ে টাকা আদান প্রদান করা যায় তা নিয়েও বিশেষ কর্মসূচি আয়োজিত হয়। Julfikar Molla- ইসিএস-এর (ইলেকট্রনিক ক্লিয়ারেন্স সিস্টেম) মাধ্যমে গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে অর্থ সরাসরি কেটে নেওয়া হবে। বাজার বিশেষজ্ঞরা বলেছেন যে, ইন্ডিয়া পোস্টের সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান গ্রাহকদের নিয়মিত সঞ্চয়, আর্থিক শৃঙ্খলা, কম ঝুঁকি, উচ্চ রিটার্ন, ট্যাক্স সুবিধা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগের মতো সুবিধা প্রদান করবে।