২০০৮ সালে করেছেন ক্র্যাফট ও ছবি আঁকার একটি বিশেষ কোর্স। এরপর নিজের ইচ্ছাতেই বিভিন্ন ধরনের ছবি আঁকা ও ক্র্যাফটের কাজ করেন তিনি। ফেলে দেওয়া বিভিন্ন জিনিস দিয়ে তিনি বানিয়ে তোলেন সুন্দর সুন্দর ঘর সাজানোর জিনিস। ফুটিয়ে তোলেন নানা শিল্পকে। সম্প্রতি তার হাতে বানানো কিছু কাজ নজর কেড়েছে সকলের। সকলের কাছে মিলেছে প্রশংসাও। বরাবরই তিনি ভিন্নস্বাদের শিল্পকর্ম করতে ভালবাসেন। তার ফলস্বরূপ এই কাজ।
advertisement
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাঁধ, হু হু জল ঢুকছে গ্রামে! পুজোর আগে ফের আতঙ্ক সন্দেশখালিতে
পুরনো খবরের কাগজ দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করেছেন নিজের চোখে না দেখলে বিশ্বাস হবে না। পুরনো খবরের কাগজ দিয়ে বিভিন্ন মানুষের অবয়ব, বিভিন্ন কাজকে ফুটিয়ে তুলেছেন তিনি। যেমন একটি মানুষ রিকশা করে মাল টানছেন অথবা করোনা কালে পায়ে হেঁটে মানুষ বাড়ি ফিরছে, কিংবা আন্দোলনের রেপ্লিকা। এমন সব জিনিস তিনি ফুটিয়ে তুলেছেন খবরের কাগজ ব্যবহার করে। পুরনো খবরের কাগজকে বিভিন্ন পদ্ধতিতে এই বিশেষ ক্র্যাফটের জিনিস তৈরি করেছেন তিনি।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার বলভদ্রপুর এলাকার বাসিন্দা বরুণ সাহু। পেশাগতভাবে তিনি অন্য কাজ করলেও তার নেশা এবং ভালবাসা ছবি আঁকার প্রতি। নিত্য নতুন শিল্পকর্মের উদ্ভাবনী তার শখ। সম্প্রতি ২০০৮ সাল থেকে তিনি পেপার পাল্প ও ফেলে দেওয়া খবরের কাগজ দিয়ে তৈরি করেছেন বিভিন্ন জিনিস।
খবরের কাগজকে জলে ভিজিয়ে তাকে একটি মণ্ড করে তার সঙ্গে আঠা মিশিয়ে একটি সরু তারের কাঠামোর উপর তা লাগিয়ে বিশেষ এই শিল্পকর্ম ফুটিয়ে তুলেছেন। এছাড়াও খবরের কাগজকে মুড়ে বিভিন্নভাবে তিনি তৈরি করেছেন অপর বেশ কিছু জিনিস। স্বাভাবিকভাবে শিল্পীর শিল্পকর্ম এবং তার নিত্যনতুন ভাবনা চিন্তাকে সাধুবাদ জানিয়েছেন সকলে। আগামী যুব প্রজন্মকে দিয়েছেন বিশেষ বার্তা।





