বুধবার রাতের দিকে সবার নিষেধাজ্ঞা না শুনে বিপদজনক ওই সেতুর উপর দিয়ে পারাপার করছিলেন এক যুবক। কিন্তু জলের তীব্র গতিবেগ অস্থায়ী সেতু-সহ ওই যুবককে ভাসিয়ে নিয়ে যায়। যদিও বেশ কিছুক্ষণ পরে স্থানীয়দের সহযোগিতায় এই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সময়ের এই ভিডিও স্থানীয় কিছু মানুষ ক্যামেরাবন্দি করেন।
আরও পড়ুনঃ অক্টোবরে ৬ গ্রহের গোচর! এই ৪ রাশির জাতক-জাতিকারা যেখানেই হাত দেবেন ফলবে সোনা
advertisement
সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও আপলোড করতেই, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, অস্থায়ী সেতুটি তখন ভেসে যাওয়ার মত অবস্থা। তার মধ্যে দিয়েই ওই যুবক হেঁটে যাচ্ছিলেন। নদীর এপার থেকে সবাই ওই যুবককে যেতে বারণ করছিলেন। কিন্তু কারও কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন যুবক। তার মধ্যেই নেমে আসে বিপদ। যুবক-সহ পুরো ব্রিজটি ভেসে যায় গাড়ুই নদীতে। তবে শেষমেষ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে।
আরও পড়ুনঃ অক্টোবরেই অতি শুভ বিরল ভাদ্র রাজযোগ! বিপুল অর্থলাভ এই ৩ রাশির, নতুন সম্পত্তির মালিক হবেন
এই ঘটনার খবর পেয়ে সেখানে আসেন স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন, যুবককে সুস্থ ভাবে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এ ধরনের ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে সকলকেই নিষেধ করা হয়েছে। এই সময় প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে চলতে আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, গাড়ুই নদীর জল ছাপিয়ে যাওয়ায়, ইতিমধ্যেই রেলপাড় এলাকার বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয়রা।
তবে ইতিমধ্যে ওই সমস্ত এলাকাবাসির জন্য থাকা, খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। পুজোর মুখে প্রকৃতির এই রুদ্ররূপ দেখে মানুষজন আতঙ্কিত। তারা প্রার্থনা করছেন, এ বার বৃষ্টিতে বিরাম লাগুক। নয়তো সব ভেসে যাবে। বরুণ দেবের কাছে বিরাম প্রার্থনা করছেন আপামোর বাঙালি।
Nayan Ghosh