TRENDING:

Flood: যুবককে সঙ্গে নিয়ে ভেসে গেল আস্ত ব্রিজ! বর্ষায় ভয়াল রূপ আবর্জনা ভরা নদীর, দেখুন ভিডিও

Last Updated:

Bridge collapse: অস্থায়ী সেতুটি তখন ভেসে যাওয়ার মতো অবস্থা। তার মধ্যে দিয়েই ওই যুবক হেঁটে যাচ্ছিলেন। নদীর এপার থেকে সবাই ওই যুবককে যেতে বারণ করছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল: যুবক-সহ আস্ত ব্রিজ ভাসিয়ে নিয়ে গেল ছাপোষা গাড়ুই নদী। যে নদীকে সারা বছর আবর্জনায় মজে থাকতে দেখা যায়, সেই নদী কানায় কানায় পূর্ণ। ভারী বৃষ্টিতে রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে গাড়ুই। এই নদীর ওপর আসানসোলের রেল পাড় এলাকার কসাই মহল্লাতে রয়েছে একটি অস্থায়ী কাঠের ব্রিজ। যা জলের তোড়ে ভেসে গিয়েছে।
advertisement

বুধবার রাতের দিকে সবার নিষেধাজ্ঞা না শুনে বিপদজনক ওই সেতুর উপর দিয়ে পারাপার করছিলেন এক যুবক। কিন্তু জলের তীব্র গতিবেগ অস্থায়ী সেতু-সহ ওই যুবককে ভাসিয়ে নিয়ে যায়। যদিও বেশ কিছুক্ষণ পরে স্থানীয়দের সহযোগিতায় এই যুবককে উদ্ধার করা সম্ভব হয়েছে। ঘটনার সময়ের এই ভিডিও স্থানীয় কিছু মানুষ ক্যামেরাবন্দি করেন।

আরও পড়ুনঃ অক্টোবরে ৬ গ্রহের গোচর! এই ৪ রাশির জাতক-জাতিকারা যেখানেই হাত দেবেন ফলবে সোনা

advertisement

সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও আপলোড করতেই, তা খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ভাইরাল এই ভিডিওতে দেখা গিয়েছে, অস্থায়ী সেতুটি তখন ভেসে যাওয়ার মত অবস্থা। তার মধ্যে দিয়েই ওই যুবক হেঁটে যাচ্ছিলেন। নদীর এপার থেকে সবাই ওই যুবককে যেতে বারণ করছিলেন। কিন্তু কারও কথা না শুনে এগিয়ে যাচ্ছিলেন যুবক। তার মধ্যেই নেমে আসে বিপদ। যুবক-সহ পুরো ব্রিজটি ভেসে যায় গাড়ুই নদীতে। তবে শেষমেষ তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা গিয়েছে।

advertisement

View More

আরও পড়ুনঃ অক্টোবরেই অতি শুভ বিরল ভাদ্র রাজযোগ! বিপুল অর্থলাভ এই ৩ রাশির, নতুন সম্পত্তির মালিক হবেন

এই ঘটনার খবর পেয়ে সেখানে আসেন স্থানীয় কাউন্সিলর। তিনি জানিয়েছেন, যুবককে সুস্থ ভাবে উদ্ধার করা গিয়েছে। কিন্তু এ ধরনের ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে সকলকেই নিষেধ করা হয়েছে। এই সময় প্রশাসনের নিষেধাজ্ঞা মেনে চলতে আবেদন জানিয়েছেন তিনি। অন্যদিকে, গাড়ুই নদীর জল ছাপিয়ে যাওয়ায়, ইতিমধ্যেই রেলপাড় এলাকার বহু বাড়িতে জল ঢুকে গিয়েছে। যার ফলে রীতিমতো সমস্যায় পড়েছেন স্থানীয়রা।

advertisement

তবে ইতিমধ্যে ওই সমস্ত এলাকাবাসির জন্য থাকা, খাওয়ার বন্দোবস্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। পুজোর মুখে প্রকৃতির এই রুদ্ররূপ দেখে মানুষজন আতঙ্কিত। তারা প্রার্থনা করছেন, এ বার বৃষ্টিতে বিরাম লাগুক। নয়তো সব ভেসে যাবে। বরুণ দেবের কাছে বিরাম প্রার্থনা করছেন আপামোর বাঙালি।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Flood: যুবককে সঙ্গে নিয়ে ভেসে গেল আস্ত ব্রিজ! বর্ষায় ভয়াল রূপ আবর্জনা ভরা নদীর, দেখুন ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল