তৃণমূলের তরফে জানানো হয়েছে, রবিবার ভাঙড় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা আয়োজন করা হয়েছিল, তা আপাতত রাজ্য নেতৃত্বের নির্দেশে স্থগিত করা হল। পরবর্তী কর্মসূচি সকলকে জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ‘গ্রাম দিয়ে শহর ঘেরার ডাক’, পঞ্চায়েতের আগে শুভেন্দুর মুখে এ বার অতি বামের শ্লোগান!
advertisement
জানা গিয়েছে, হাতিশালার ঘটনার পর কলকাতা লেদার কমপ্লেক্স থানার পক্ষ থেকে মোট ৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তার মধ্যে কলকাতায় অশান্তি পাকানোর জন্য ৩৮ জনকে লালবাজারে পাঠানো হয়েছে রাতেই। কলকাতায় গ্রেফতার হওয়া নওশাদ সিদ্দিকি সহ ধৃতদের ব্যাঙ্কশাল আদালতে পাঠানো হবে। অন্যদিকে ভোর রাতে তল্লাশি অভিযান চালিয়ে আরও পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মূলত হাতিশালাতে যারা অশান্তি করেছিল তাদেরই মধ্যে পাঁচজনকে গ্রেফতার করে আজ বারুইপুর মহাকুমা আদালতে তুলবে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ।
আরও পড়ুন: পশ্চিমী ঝঞ্ঝা, সঙ্গে বিপরীত ঘূর্ণাবর্ত, বাংলার আবহাওয়ায় বড় বদল আসছে! শীতের ছুটি?
এরই মধ্যে ভাঙড়ে আবারও বোমা বন্দুক উদ্ধার। আরাবুল ইসলামের বাড়ির পিছনের মাঠ থেকেই বোমা বন্দুক উদ্ধার করল কাশিপুর থানার পুলিশ। অভিযোগ আইএসএফ কর্মী সমর্থকেরা বোমা বন্দুক মজুদ করছিল আরাবুল ইসলামের বাড়িতে হামলা চালাবে বলে। গোপন সূত্রে খবর পেয়ে কাশিপুর থানার পুলিশকর্মীরা হানা দিলে পালিয়ে যায় দুষ্কৃতীরা।