TRENDING:

West Bengal Police: মানবিক পুলিশের জেদ, হার মানল অমানবিক হাসপাতাল!

Last Updated:

West Bengal Police: মানবিক পুলিশের জেদের কাছে হার মানলো অমানবিক বেসরকারি হাসপাতাল। হাওড়ার ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#হাওড়া: পুলিশের মানবিকতায় অবশেষে হার মানলো অমানবিক হাসপাতাল | হাসপাতালের অমানবিকতার কারণে স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও ৫ ঘন্টা ধরে হাসপাতাল থেকে থানা আর থানা থেকে হাসপাতাল ঘুরে বেড়াতে হল বাইক দুর্ঘটনায় আহত ব্যক্তিকে|  রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী কর্মী বাগনানের বাসিন্দা মানিক মণ্ডল|
পুলিশের মানবিক রূপ
পুলিশের মানবিক রূপ
advertisement

বাগনান এর আন্টিলা এলাকার বাসিন্দা মানিক বাবু সোমবার বাড়ি ফেরার পথে বাগনানের আন্টিলা এলাকায় দুর্ঘটনার কবলে পড়েন | রাস্তার ধারে বাইকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন তিনি | পিছন থেকে নিয়ন্ত্রণহীন বাইক তাকে ধাক্কা মারেন | মাথায় ও বাঁ পায়ে গুরুতর আঘাত পান | বাঁ পায়ের তিনটি আঙ্গুলই কেটে ঝুলতে থাকে | সোমবার রাতে প্রথমে উলুবেড়িয়া হাসপাতাল পরে তাকে নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়ার একটি নার্সিংহোমে | বৃহস্পতিবার উলুবেড়িয়ার নার্সিংহোম থেকে তাকে পাঠানো হয় হাওড়ার আন্দুল রোডের নারায়ানা সুপার স্পেশালিটি বেসরকারি হাসপাতালে |

advertisement

রাত আট টা নাগাদ নারায়ানা কর্তৃপক্ষ  তাকে জানানো হয় স্বাস্থ্য সাথী কার্ডের নির্ধারিত বেড নাই তাই ভর্তি নিতে পারবেন না | মানিক বাবুর পরিবারের অভিযোগ দীর্ঘক্ষণ আমরা আবেদন করি রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য | এরপর আহত ব্যক্তি কে নিয়ে বি গার্ডেন থানার দ্বারস্থ হন পরিবার | থানা হাসপাতালের বিরুদ্ধে কোনো  অভিযোগ না নিয়ে সরাসরি হাসপাতালের সাথে যোগযোগ করে জানান, আহত ব্যক্তির যে চিকিৎসক, চিকিৎসা করবেন তিনি নাকি করোনা আক্রান্ত | তাই হাসপাতাল ভর্তি নেয়নি | তাদের কে অন্যত্র নিয়ে যাওয়ার আবেদন করেন পুলিশ | সারারাত ধরে ঘোরাঘুরির পর ফের থানার দ্বারস্থ হয় পরিবার |

advertisement

আরও পড়ুন: স্কুল তো শুরু হয়েছে, কিন্তু 'এই' সমস্যায় ভুগছে রাজ্যের হাজার-হাজার পড়ুয়া!

আরও পড়ুন: রাজ্য বিজেপি-র সংগঠনে ফের বড় রদবদল? দিল্লিতে শাহ নাড্ডাদের দরবারে সুকান্ত

সেরা ভিডিও

আরও দেখুন
হুবহু দক্ষিণেশ্বর মন্দির! বাতিল জিনিস শিল্পীর হাতের জাদুতে শিল্পের রূপ পেল
আরও দেখুন

রাত দুটো নাগাদ হাওড়া সিটি পুলিশের ACP Central মৃতুঞ্জয় বন্দ্যোপাধ্যায় রুটিন চেকআপে আসেন বি গার্ডেন থানায় | থানার সামনে অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে থাকতে দেখে কারণ জানতে চান | পুরো ঘটনা শুনে থানার কর্তব্যরত পুলিশ কর্মীকে হাসপাতালের সাথে কথা বলে রোগীকে ভর্তির নির্দেশ দেন | এরপরই নড়েচড়ে বসে হাসপাতাল | তড়িঘড়ি হাসপাতালে রোগীকে ভর্তি করে , শুরু হয় প্রাথমিক চিকিৎসা | স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্বেও বেসরকারি হাসপাতাল এর বিরুদ্ধে চিকিৎসা না করার অভিযোগ উঠছে তার সত্বতা প্রমান হলো বৃহস্পতিবারের ঘটনায় | হাসপাতাল রোগীকে ফেরালেও মুখ ফিরিয়ে নেয়নি পুলিশ | হাওড়া সিটি পুলিশের মানবিকতায় রোগীর ঠাঁই হলেও প্রশ্ন থেকেই যাচ্ছে অমানবিক হ্যাপিটাল গুলির কার্যকলাপ নিয়ে | হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পুরো বিষয় খোঁজ নিয়ে, তারপর বিবৃতি দেওয়া হবে |

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: মানবিক পুলিশের জেদ, হার মানল অমানবিক হাসপাতাল!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল