TRENDING:

West Bengal Police: আইসি'র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে

Last Updated:

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে, থানার আইসি মানেই কড়া চেহারা, হাতে বন্দুক, আর মুখে হুকুম। তবে এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: পুলিশ অফিসার না পরিবেশপ্রেমী যোদ্ধা, আইসি বিশ্ববন্ধু চট্টরাজকে ঠিক কোন পরিচয়ে চিনবেন? পুলিশকে নিয়ে যখন নানাবিধ বিতর্ক, সেখানে ইনি ব্যতিক্রমী এক চরিত্র। এলাকার স্কুলে গিয়ে ঘাস কাটতে, থানায় ঝাঁট দিতে হামেশাই দেখা যায় এই পুলিশ অফিসারকে। ফলে স্বাভাবিকভাবেই এলাকাবাসীর অনুপ্রেরণা হয়ে উঠেছেন নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ।
advertisement

সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা আছে, থানার আইসি মানেই কড়া চেহারা, হাতে বন্দুক, আর মুখে হুকুম। তবে এই প্রচলিত ধারণা ভেঙে দিয়েছেন পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার আইসি বিশ্ববন্ধু চট্টরাজ। যাবতীয় জড়তা দূরে সরিয়ে রেখে তাঁকে এবার দেখা গেল ঘাস কাটার মেশিন হাতে! শ্রীরামপুর ভবতারিণী রায় বালিকা বিদ্যালয় চত্বরে ঘাস কাটলেন তিনি। নিশ্চয় অবাক হচ্ছেন? তবে এখানেই শেষ নয়। এই পুলিশ অফিসার শুধু আইনের রক্ষক‌ই নন, এক নিবেদিতপ্রাণ পরিবেশ যোদ্ধা‌ও।

advertisement

আর‌ও পড়ুন: সুন্দরবনকে ভালবাসেন? তবে এই চাকরির সুযোগ আপনার জন্য‌ই

নিজের কর্মদায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত তিনি পরিবেশ রক্ষার কাজ করে চলেছেন। কখনও হাতে তুল নিচ্ছেন ঝাঁটা, কখনও থানার চারপাশ সাফ করছেন, আবার কখনও স্কুল চত্বরে ঘাস কাটছেন। আইসি বিশ্ববন্ধু বলেন, “আমি এবং আমার কর্মীরা মিলে বহু দিন ধরেই এই কাজ করছি। এই বিদ্যালয়ের ম্যাডাম বলেছিলেন একটা সাফাই অভিযান করার জন্য, সেটাই আমরা সকলে মিলে করলাম। আশা করছি এর দ্বারা পড়ুয়ারাও সচেতন হবে।

advertisement

View More

বিশ্ববন্ধু শুরু করেছেন পরিবেশ রক্ষা অভিযান। তাঁর ডাকে সাড়া দিয়ে এখন থানার অন্যান্য পুলিশকর্মী ও সিভিক ভলান্টিয়াররাও এই উদ্যোগে যোগ দেন। এই প্রসঙ্গে বিশ্ববন্ধু চট্টরাজ বলেন, শুধু কথায় নয়, সমাজ পরিবর্তন করতে গেলে আগে নিজেকে বদলাতে হয়। সেই ভাবনাকেই বাস্তবে রূপ দিচ্ছেন তিনি। থানার দায়িত্ব পালনের বাইরে তিনি যেভাবে সমাজসেবামূলক কাজে নিযুক্ত থাকেন, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পুলিশ অফিসারের এমন ভূমিকা প্রসঙ্গে বিদ্যালয়ের টিচার ইনচার্জ দেবস্মিতা ভাণ্ডারি বলেন, আমরা অত্যন্ত খুশি, সাফাই অভিযানের মাধ্যমে পুরো স্কুলের চেহারায় বদলে গেছে। আমি আইসি সাহেব এবং তাঁর কর্মীদের ধন্যবাদ জানাচ্ছি এই কাজের জন্য।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Police: আইসি'র হাতে ঘাস কাটার মেশিন! কারণ জানলে সব গুলিয়ে যাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল