এরপরই ওই ট্রাক চালক জানান, পুলিশি ধরপাকড়ে গত একমাসে জেলা পুলিশ যে ভাবে বেআইনি কয়লা আটক করেছে , তারপরেই এই পুষ্পা সিনেমার স্টাইল অবলম্বন করেছিল ওই চালক। যাতে পুলিশের চোখে ধুলো দিয়ে কয়লা পাচার করা যায়। কিন্তু ভাগ্য খারাপ, পুলিশের ওই টিমটিও সম্ভবত দেখেছিলেন পুষ্পা সিনেমাটি। তাই ধরা পড়ে গেলেন তিনি।
advertisement
আরও পড়ুন: বিহার থেকে রাজ্যে ঢুকল একটি বোলেরো গাড়ি, যা মিলল ভিতরে, চক্ষু চড়কগাছ সকলের!
১৪ নম্বর জাতীয় সড়কে চিনপাই মোড়ে একটি ইট বোঝাই টাক্টরকে দেখে সন্দেহ হয় পুলিশের । তাই সন্দেহ হতে থামানো হয় তাকে । তবে ইট সরাতেই চক্ষু চড়কগাছ সবার । ইটের নীচে সাজানো বেআইনি কয়লা । জেরাতে পুলিশ জানতে পেরেছে পুলিশী ধরপাকড়ে গত একমাসে জেলা পুলিশ যে ভাবে বেআইনি কয়লা আটক করেছে তাতেই সমস্যায় পরছিলো তারা । বার বার অবৈধ কয়লা পাচার করতে গিয়ে ধরা পরে যাচ্ছিলো তারা । তাই সেখান থেকে বাঁচতেই তার এই পুষ্পা সিনেমার স্টাইল অবলম্বন করেছিল । যাতে ইট বোঝায় ট্রাক্টর ভেবে পুলিশের চোখ এড়ানো যায় ।
আরও পড়ুন: 'কাল ব্যাঙ্কে আসুন, আজ শুধু...', বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব ১.২০ লাখ! খুব সাবধান...
কিন্তু সে সিনেমা যে রীতিমতো হিট । পুষ্পা দেখতে বাকি রাখেনি কেউই । এ সিনেমা যে দেখেছে কম বেশি সবাই । তাই ভাগ্য খারাপ পাচারকারীর । পুলিশের ওই টিমও দেখেছিল পুষ্পা সিনেমা । তাই সিনেমার পুরোটাই দেখা তাদের । তাই এইবারেও কয়লা পাচার করতে গিয়ে পুলিশের কাছে হাতে নাতে ধরা পরলো কয়লা ভর্তি টাক্টর সহ ট্রাকটর চালক । ইট ভর্তি ট্রাক্টরের ওপর থেকে ইট সরাতেই ইটের তোলা থেকে বেরিয়ে আসে প্রচুর অবৈধ কয়লা । সাথে সাথেই ওই অবৈধ কয়লা বাজেয়াপ্ত করে সদাইপুর থানার পুলিশ । আটক করে ট্রাক্টর চালককে ।