এদিন এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়েই শুভেন্দু-সুকান্তর নাম না করে তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সোমবার পঞ্চায়েতের প্রচারে পুরুলিয়ায় সভা করেন অভিষেক৷ সভামঞ্চে দাঁড়িয়ে বলেন, ‘‘লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপি রাজ্য সভাপতি আর বিরোধী দলনেতার প্রতিযোগিতা চলছে। এতদিন বলত লক্ষ্মীর ভাণ্ডার খারাপ। আর এখন বিজেপি লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০ টাকা দেবে বলেছে।’’
advertisement
এরপরেই তাঁর মন্তব্য, ‘‘বিজেপির যে সমস্ত রাজ্যে ক্ষমতায় রয়েছে, সেখানকার মুখ্যমন্ত্রী যদি রাজ্যের মহিলাদের ১০০০ টাকা করে লক্ষীর ভাণ্ডার প্রকল্পে টাকা দিতে পারেন, আমি রাজনীতির আঙ্গিনায় পা রাখব না।’’ অভিষেকের চ্যালেঞ্জ, ‘‘১২টা রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। একটা রাজ্যে করে দেখাতে পারলে আমি রাজনীতিতে পা রাখব না৷ ’’
সোমবার বিজেপি প্রার্থীদের হয়ে প্রচারে উত্তরবঙ্গের ধূপগুড়িতে সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তৃণমূল সরকারকে নিশানা করার পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড়সড় আশ্বাস দেন শুভেন্দু। বিরোধী দলনেতার আশ্বাস, ‘‘মোদিজি এলে লক্ষ্মীর ভাণ্ডারে ২০০০টাকা দেওয়া হবে। ক্যাবিনেটের প্রথম মিটিং-এ পাস হবে প্রস্তাব।’’