TRENDING:

West Bengal News: বিনা পয়সার ডাক্তার! বাবা মায়ের কথা রাখতেই বিনামূল্যে রোগী দেখেন এই চিকিৎসক

Last Updated:

West Bengal news: তিনি সবার প্রিয় ডাক্তারবাবু, নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু'নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বগুলা: তিনি সবার প্রিয় ডাক্তারবাবু, নাম অতীন্দ্রনাথ মণ্ডল। বাড়ি নদিয়ার সীমান্তবর্তী গ্রাম বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়ায়। নদিয়ার এই প্রত্যন্ত গ্রামের ছেলের জন্য গর্বিত মানুষ। ডাক্তার দেখানোর জন্য অধীর আগ্রহে বসে থাকেন প্রায় কয়েকশো মানুষ। বিভিন্ন ধরনের রোগ নিয়ে হাজির সকলেই। গরিব কিংবা বড়লোক তেমন কোনও বাধা নেই, সবার জন্যই বিনা পয়সায় ডাক্তার। তার হাত যশেই সেই সব রোগ উধাও।
advertisement

আরও পড়ুন: শ্রীরামপুরে অ্যাকাউন্ট থেকে হঠাৎ হঠাৎ উধাও টাকা! ব্যাঙ্কে যেতেই চিকিৎসকের যা অবস্থা হল… সাবধান

বগুলার স্টেশন পড়ায় একটি ছোট্ট অস্থায়ী ঘরে তৈরি করেছেন তার চেম্বার। বগুলা দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে মুড়াগাছা গ্রামের বেলতলা পাড়া এলাকায় তার জন্ম। সীমান্তবর্তী গ্রাম এমনিতেই এলাকার মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী তার ওপর বাবা-মাকে কথা দিয়েছিলেন চিকিৎসক হয়ে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার, বর্তমানে চিকিৎসক হিসাবে উচ্চপদে কর্মরত।

advertisement

আরও পড়ুন: ট্রেনের টয়লেটের ভিতরে তরুণী, বাইরে গড়িয়ে এল রক্ত! মেঝেতে লেখা বিশেষ বার্তা… ট্রেনে ভয়ঙ্কর দৃশ্য‍, কী লেখা জানেন?

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বাবা-মায়ের কথা রাখতেই প্রত্যেক রবিবার বিনাপয়সায় চিকিৎসা পরিষেবা দিয়ে আসছেন টানা ২০ বছর অতীন্দ্রবাবু। বর্তমানে রানাঘাটের বাসিন্দা হলেও নিজের গ্রামকে একেবারেই ভুলে যাননি, রোদ, ঝড় ,জ্বর জল সবকিছুকে উপেক্ষা করেই রবি বারের বিকেল সাধারণ মানুষের কাছে দায়বদ্ধ তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বিনা পয়সার ডাক্তার! বাবা মায়ের কথা রাখতেই বিনামূল্যে রোগী দেখেন এই চিকিৎসক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল