আরও পড়ুন: কিছু্ক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড়বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের দুই জেলায়, বজ্রপাতে ফালা ফালা আকাশ
সরকারিভাবে ব্যবহারে নির্দেশিকা থাকলেও প্রায় সর্বত্র নিষিদ্ধ এই প্লাস্টিক ব্যবহার হচ্ছে রমরমিয়ে। মারাত্মকভাবে পরিবেশে দূষণকারী প্রভাব ফেলছে এই প্লাস্টিক, তবুও সমাজের প্রায় সর্বস্তরের মানুষ জীবন থেকে এই নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে পারছেন না। তবে হাওড়ার আন্দুল গ্রাম পঞ্চায়েত করে দেখিয়েছে বলা যেতে পারে। কড়া আইন করে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক ছাড়াই জিনিস কেনা-বেচায় অভ্যস্ত করছে। পরিবেশ রক্ষা এবং বর্ষায় জল নিকাশি সমস্যা দূর করতে নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে কড়া পদক্ষেপ হাওড়ার আন্দুল পঞ্চায়েতের।
advertisement
বছরের পর বছর মাটির সঙ্গে মিশে থাকছে, এই প্লাস্টিক মাটিতে চাপা পড়ে থাকলেও নষ্ট হচ্ছে না। ফলে মাটির ভিতরে জল প্রবেশ করতে বাধা দিচ্ছে এই প্লাস্টিক। খাল বিল পুকুরে প্লাস্টিক পড়ে জলজ প্রাণীদের জীবনহানির মত ঘটনা ঘটাচ্ছে। অন্যদিকে এই প্লাস্টিক খাল নালায় আটকে নিকাশি পথ বন্ধ করছে। সমস্ত দিক গুরুত্ব দিয়ে এবার আন্দুল গ্রাম পঞ্চায়েত নিষিদ্ধ প্লাস্টিক বর্জন করতে কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। অল্প দিনেই মিলেছে সুফল, মানুষ প্লাস্টিক ছেড়ে, প্রয়োজনে ব্যাগ ও বিভিন্ন পাত্র নিয়ে বাজারে আসছেন।
আরও পড়ুন: ধ্বংস হবে চিনা ডুবোজাহাজ, কাঁপবে বাংলাদেশও! নৌসেনার হাতে এল কলকাতায় তৈরি ভয়ঙ্কর অস্ত্র
আন্দুল পঞ্চায়েত প্রধান তানজিলা তরফদার জানান, চলতি বছরের ১০ই জুন থেকে আন্দুল গ্রাম পঞ্চায়েত এলাকার বাজার ও পাড়ার দোকান সর্বত্রই মানুষকে সচেতন করা হয়েছে। যাতে নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকেন সাধারণ মানুষ। ক্রেতা অথবা বিক্রেতা নিষিদ্ধ প্লাস্টিক ব্যবহার করলে ৫০০ টাকা জরিমানা এবং সেই ব্যক্তির বিরুদ্ধে আরও আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা। মাঝেমধ্যেই স্থানীয় পঞ্চায়েত বিডিও এবং সাঁকরাইল থানার পক্ষ থেকে অভিযান। এছাড়াও পঞ্চায়েত কর্মীরা বিভিন্ন সময়ে বাজার-দোকানে ঢুঁ মারছেন প্লাস্টিক ব্যবহার বন্ধ করতে।
রাকেশ মাইতি