স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম ফারুক গাজী (২৪) এবং তরুণীর নাম করিনা খাতুন (১৯)। দু’জনের মধ্যে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। ফারুক পেশায় সেলাইয়ের কাজ করতেন। করিনার পরিবার তাদের সম্পর্ক ও বিয়ের প্রস্তাবে আপত্তি জানায় বলে স্থানীয় সূত্রের খবর। এদিন ভোররাতে করিনার সঙ্গে ফোনে কথা বলার সময় ফারুক জানান, তিনি আত্মহত্যা করতে চলেছেন।
advertisement
এরপরই ফোনের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও ফারুকের মৃত্যুর খবর প্রেমিকের মৃত্যুসংবাদ কানে পৌঁছাতেই মানসিকভাবে ভেঙে পড়েন করিনা। কিছুক্ষণের মধ্যেই বাড়ির পিছনে বাগানে আমগাছের ডালে তিনি নিজের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে জানা যায়।
পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তড়িঘড়ি খবর দেন পুলিশে। ঘটনাস্থলে পৌঁছে মাটিয়া থানার পুলিশ দুইজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কী কারণে এই চরম সিদ্ধান্ত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় প্রশ্নের মুখে উঠেছে সামাজিক বাধা ও পারিবারিক আপত্তির ভূমিকা। তরতাজা দুই প্রাণের এমন পরিণতি এলাকাবাসীর মন ভারাক্রান্ত করে তুলেছে।






