ঘটনায় যুক্ত থাকার অভিযোগে টিউশন মাস্টার-সহ পাঁচজনকে গ্ৰেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ। জানা গিয়েছে শিশুর পরিবারে বাবা মা এবং ৯ বছরের দিদি আছে। বাবার চায়ের দোকান এবং মায়ের রুটির ব্যবসা রয়েছে। প্রতিদিন সকালের মত শুক্রবারও বাবা, মা ব্যবসার কাজে বাইরে বেরিয়ে যান।
advertisement
সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ৯ বছরের মেয়েটির হাত দড়ি দিয়ে বেঁধে রেখে, চার বছরের বাচ্চাকে মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায়, পরে এলাকায় জানাজানি হয়। মেয়েটি সব ঘটনা জানিয়ে দেয়।
আরও পড়ুন: বাইপাসে দুর্ঘটনা! অ্যাপ ক্যাবে ধাক্কা বেপরোয়া গাড়ির, ভেঙে চুরমার দুই গাড়ি, আহত যাত্রী
নন্দীগ্রাম দু নম্বর ব্লকের ঘোলপুকুর এলাকায় অভিযুক্ত শিশুটিকে ফেলে পালায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে। তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।