পলিটেকনিকের ছাত্রকে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে জামালপুর থানার পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণেন্দু ভৌমিক ও নবীন কুমার তামা। হুগলির তারকেশ্বর থানার চাঁপাডাঙায় তাদের আদি বাড়ি। বর্তমানে তারকেশ্বর থানার মুক্তারপুরে কৃষ্ণেন্দু থাকে। ওই থানারই আস্তারা গ্রামে থাকে নবীন কুমার। জামালপুর থানার মাধবপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
advertisement
পুলিস জানিয়েছে, জামালপুর থানার কাঁসরা গ্রামের সৈকত মাজি দুর্গাপুরের একটি বেসরকারি পলিটেকনিক কলেজে মেকানিক্যাল বিভাগের ছাত্র ছিলেন। তাঁর সঙ্গে গ্রামেরই এক যুবতীর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর যুবতীর মা সৈকতকে নানাভাবে হুমকি দেয়। এতে ঘটনার মাস দুয়েক আগে মনমরা হয়ে পড়েন সৈকত। পরিবারের লোকজন তাঁকে নানাভাবে বোঝায়।
এরই মধ্যে অন্য এক যুবকের সঙ্গে সৈকতের প্রেমিকার সম্পর্ক গড়ে ওঠে। প্রেমিকার নতুন প্রেমিক সৈকতকে সম্পর্ক ছেড়ে দেওয়ার জন্য নানাভাবে শাসায় বলে অভিযোগ। ২০২১ সালের ১৫ অক্টোবর রাতে কৃষ্ণেন্দু-সহ কয়েকজন সৈকতের বাড়ি এসে নানাভাবে হুমকি দেয়। এমনকি তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেয় বলেও অভিযোগ। ওইদিন রাতেই গলায় দড়ি দিয়ে সৈকত আত্মঘাতী হন।
সৈকতের দাদা সৌমেন মাজি ঘটনার কথা জানিয়ে বর্ধমান সিজেএম আদালতে মামলা করেন। অভিযোগে সৈকতের প্রেমিকা ও তার নতুন প্রেমিক-সহ কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার কথা জানানো হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ তার জেরেই এই দুজনকে গ্রেফতার করা হয়।