TRENDING:

West Bengal news: আশায় আশায় বসে আছি... অবশেষে ফিরল মোবাইল ফোন! শুনলে অবাক হবে আপনিও

Last Updated:

Mobile Phone: কেউ হারিয়েছিলেন, চুরি হয়েছিল বেশিরভাগেরই। কয়েক মাস পর সেই সব হারানো মোবাইল ফোন ফিরে পেলেন আসল মালিকরা। সেই সব স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কেউ হারিয়েছিলেন, চুরি হয়েছিল বেশিরভাগেরই। কয়েক মাস পর সেই সব হারানো মোবাইল ফোন ফিরে পেলেন আসল মালিকরা। সেই সব স্মার্ট ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে খুশি বাসিন্দারা। এর আগেও বিভিন্ন থানা এলাকায় হারিয়ে যাওয়া বা চুরি হওয়া ফোন ফিরিয়ে দিয়েছিল পুলিশ। এবার কোথায় ঘটলো সেই ঘটনা?
চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে আপ্লুত অনেকেই, কোথায় ঘটলো এমন ঘটনা!
চুরি যাওয়া মোবাইল ফিরে পেয়ে আপ্লুত অনেকেই, কোথায় ঘটলো এমন ঘটনা!
advertisement

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে বিরাট পদক্ষেপ কেন্দ্রের! ভারতে একগুচ্ছ পণ্য আমদানিতে বিধিনিষেধ, বড় ধাক্কা ইউনূস সরকারের

পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে হারানো ২১টি স্মার্টফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হল প্রকৃত মালিকদের। শনিবার মাধবডিহি থানায় ফোনগুলি আসল মালিকদের হাতে তুলে দেওয়া হয়। হারানো ফোন ফিরে পেয়ে খুশি সকলেই। আগেই তাঁদের ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানানো হয়েছিল। এদিন একে একে তাদের হাতে সেই ফোন তুলে দেওয়া হয়।

advertisement

জেলা পুলিশের উদ্যোগে এবং মাধবডিহি থানার সহযোগিতায় উদ্ধার করা হয় ২১টি হারিয়ে যাওয়া স্মার্ট ফোন। ২০২৪ সালের শেষ দিক এবং ২০২৫ সালের প্রথম দিকে মাধবডিহি থানা এলাকা থেকে যে সমস্ত মোবাইল ফোন চুরি হয়েছিল বা হারিয়ে গিয়েছিল সেগুলির মধ্যে ২১টি ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ। শনিবার উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি মালিকদের হাতে তুলে দেন এসডিপিও সদর সাউথ অভিষেক মণ্ডল।

advertisement

আরও পড়ুন: চিকেন নেক ছাড়াই কলকাতার সঙ্গে উত্তর-পূর্ব জুড়তে বড় ছক ভারতের, বোতলবন্দি হবে বাংলাদেশ?

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

উল্লেখ্য, চলতি সপ্তাহেই খণ্ডঘোষের থানার পুলিশ মোবাইল ফোন চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করে। ধৃত সুব্রত সিং ও শ্রীকান্ত বাগদীর বাড়ি খণ্ডঘোষের সালুনে। গত ১০ মে এক ব্যবসায়ীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ প্রথমে সালুন পালপাড়া থেকে সুব্রত সিং-কে গ্রেফতার করে এবং তল্লাশিতে তার কাছ থেকে চারটি মোবাইল উদ্ধার হয়। পরে সুব্রত সিং-কে জিজ্ঞাসাবাদ করে খণ্ডঘোষ থেকে শ্রীকান্ত বাগদী নামে আরও একজনকে গ্রেফতার করা হয় এবং তল্লাশিতে তার কাছ থেকেও দুটি চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়। এইরকমভাবেই সূত্র মারফত খবর পেয়ে একুশটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক থানা এলাকাতে বেশ কিছু মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ জমা পড়েছে। সেগুলিও উদ্ধার করে আসল মালিকদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: আশায় আশায় বসে আছি... অবশেষে ফিরল মোবাইল ফোন! শুনলে অবাক হবে আপনিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল