TRENDING:

West Bengal News: বোর্ড গঠন হবে, গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা

Last Updated:

West Bengal News: বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের আগে পুরো পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা। ৯ তারিখ থেকে পঞ্চায়েত বোর্ড গঠন শুরু হয়েছে। বোর্ডের প্রধান ও উপপ্রধান নির্বাচন হল। শহীদ মাতঙ্গিনী ব্লকে ৯ আগস্ট বুধবার গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ নম্বর গ্রাম পঞ্চায়েতে শাসকদলকে সরিয়ে এই প্রথম গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন করল বিজেপি। বোর্ড গঠনের পর গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল গ্রাম পঞ্চায়েত অফিস।
advertisement

এদিন পঞ্চায়েত বোর্ড গঠন করল পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রামপঞ্চায়েত। এখানে মোট ১৪ টি আসনের মধ্যে ১০টি আসন পায় বিজেপি, তৃণনূল কংগ্রেস ৩টি আসন, এবং সিপিএম ১ টি আসন। বোর্ড গঠনের আগে জয়ী প্রার্থীদের একত্রিত করে গঙ্গাজল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করে। দীর্ঘদিন এই পঞ্চায়েত তৃণমূলের দখলে ছিল। এবারে বিজেপি দখলে এল খারুই ২ গ্রামপঞ্চায়েত। খারুই দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান হলেন জয়শ্রী গুছাইৎ সাহু এবং উপপ্রধান হিসেবে নির্বাচিত হন মানিক লাল দাস। উৎসবের মেজাজে মেতে ওঠে খারুই ২ গ্রামপঞ্চায়েত এলাকার মির্জাপুর গ্রাম।

advertisement

আরও পড়ুন: ২ বছর আগে বাড়ি নিয়ে গিয়েছিলেন বিড়াল মনে করে, বড় হতেই বেরিয়ে এল আসল রূপ!

View More

প্রসঙ্গত পূর্ব মেদিনীপুর জেলার ২৫ টি ব্লকের ২২৩টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ৯ টি ব্লকের ৫২ টি গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন হয়। শহীদ মাতঙ্গিনী ব্লকে এবার গ্রাম পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছে বিজেপি।

advertisement

আরও পড়ুন: সংসদে এবার ‘ফ্লাইং কিস’ বিতর্কে রাহুল, স্পিকারের দ্বারস্থ বিজেপির মহিলা সাংসদরা!

একটি গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠনের পাশাপাশি পঞ্চায়েত সমিতিতে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি। আর শহীদ মাতঙ্গিনী ব্লকে ভারি গ্রাম পঞ্চায়েতে বিজেপি ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই গ্রাম পঞ্চায়েত অফিস গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধিকরণ করল।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

Saikat Shee

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: বোর্ড গঠন হবে, গঙ্গা জল ছিটিয়ে পঞ্চায়েত অফিস শুদ্ধিকরণ করল জয়ী প্রার্থীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল