প্রতি বছরই হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি (মধু কৃষ্ণ) উত্তর ২৪ পরগনা ঠাকুরনগর ঠাকুরবাড়ির কামনা সাগরে পূন্য স্নান করেন লক্ষাধিক মতুয়া ভক্ত। স্নান উপলক্ষে দূরদূরান্ত থেকে আগেই আসতে শুরু করেন ভক্তরা। সেই উপলক্ষে ঠাকুরনগরে বসে মতুয়া ধর্ম মহামেলা। এবছর মার্চ মাসের ২৭ তারিখে সেই পূন্য স্নানের তিথি পড়েছে। তারপর থেকেই সাত দিন চলবে মেলা। এদিন তাই ঠাকুর বাড়িতে মতুয়া নিশান উত্তোলনের মধ্য দিয়ে মেলার এক প্রকার সূচনা হল।
advertisement
মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ এবং শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে আলাদা আলাদা নিশান উত্তোলন হয়েছে বলেই জানা গিয়েছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে এবছর ঠাকুরনগর ঠাকুরবাড়ির মতুয়া ধর্ম মহামেলার রাশ কার হাতে থাকতে চলেছে! মমতা বালা ঠাকুর জানান, অতীতের ইতিহাস ভুলে, মতুয়ারা সকলে একত্রিত হয়ে মেলায় সামিল হোক সেটাই চান তিনি।
অপর দিকে, শান্তনু ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস বলেন, দুই পরিবার একত্রিতভাবে মেলা করা নিয়ে একটা কানাঘুষা চলছে। আশা করা যাচ্ছে সমস্ত অসুবিধা মিটে যাবে। যদিও দুই পরিবারের তরফে এবারের বারুণী মেলায় নানা প্রান্ত থেকে আসা মতুয়া ভক্তদের সুবিধা অসুবিধা কথা মাথায় রেখে নানা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে বলেই জানা গিয়েছে।