প্রসঙ্গত,গত ২৫ জুন চন্দ্রকোনা থানার ধান্যগাছী থেকে গোপন সূত্রে খবর পেয়ে ২৪ টি চুরির বাইক উদ্ধার করে চন্দ্রকোনা থানার পুলিশ। এমনকি ওইদিনই ২ জনকে গ্রেফতারও করা হয়। ওই দুজনের দুফায় ৮ দিন পুলিশ হেফাজত হয়। এখনও গ্রেফতার হওয়া দুজন অভিযুক্ত ৩ দিনের পুলিশ হেফাজতে রয়েছে।
আরও পড়ুন: এখনও সেই প্লাস্টিক ব্যবহার করছেন? নজর রাখছে পুরসভা, শুরু অভিযান!
advertisement
ধৃত দুজনের বাড়ি চন্দ্রকোনা থানার ধান্যগাছী গ্রামেই, একজন অলীপ সাঁতরা অপরজন অশ্বিনী রায়। এদের লাগাতার জেরা করে এখনও পর্যন্ত পুলিশ ৫৫ টি বাইক উদ্ধার করেছে বলে পুলিশ সূত্রে খবর। এবার উদ্ধার হওয়া ওইসব বাইক প্রকৃত মালিকের হাতে তুলে দিতে বাইকের মালিকের নাম তথ্য সহ তালিকা প্রকাশ করল চন্দ্রকোনা থানার পুলিশ।
আরও পড়ুন: ভাঙল রেকর্ড! বিক্ষোভ সত্বেও অগ্নিপথে নিয়োগ চেয়ে জমা পড়ল এত সংখ্যক আবেদন!
পুলিশ সূত্রে জানা যায়, চন্দ্রকোনা থানা চত্বরে ওই তালিকা টাঙানো হয়েছে, বাইকের ডকুমেন্টস সহ থানায় গিয়ে তালিকা যাচাই করতে পারে চুরি হওয়া বাইকের মালিকেরা। তালিকা প্রকাশ হতেই চন্দ্রকোনা থানায় গিয়ে তালিকা যাচাই করতে দেখা যায়, থানা এলাকার বাইরের বেশকিছু বাইকের মালিকদের। চন্দ্রকোনা থানার পুলিশের এহেন তৎপরতার প্রশংসায় চন্দ্রকোনাবাসী।