আগে সার্টিফিকেটের জন্য অনেক কাঠখড় পোড়াতে হত। সেই হয়রানির দিন এবার শেষ। আর হয়রানির শিকার হতে হবে না সাধারণ মানুষকে। পঞ্চায়েতি ব্যবস্থার ডিজিটালাইজেশনের পথে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ একটি উদ্যোগ হতে চলেছে।
আরও পড়ুন: ৫৩ বছর পরে বাংলাদেশে প্রবেশ করতে চলেছে পাকিস্তান সেনা, ভারতের জন্য কতটা চিন্তার?
মোট ছয় ধরনের শংসাপত্র মিলবে এখান থেকে জাতিগত শংসাপত্রের আবেদনের জন্য প্রধানের শংসাপত্র, ডিসট্যান্স সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ব্যক্তি পরিচয়পত্র, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট।
advertisement
তবে অনলাইনে এগুলি পাওয়ার ক্ষেত্রে কিছু প্রক্রিয়া আছে। এগুলি পেতে গেলে গ্রাহককে মোবাইল নম্বর এবং কিছু তথ্য নথিভুক্ত করতে হবে। মোবাইল নম্বরে ওটিপি গেলে তারপরে শংসাপত্র নিতে পারবেন গ্রাহক।
এই উদ্যোগ গ্রামাঞ্চলের নাগরিকদের জন্য খুবই সুবিধাজনক হবে। তারা বাড়িতে বসেই সবকিছু করতে পারবে। পঞ্চায়েত দফতরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেই সহজে এই কাজ হবে। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের সিটিজেন কর্নারে গিয়ে এই আবেদন করতে হবে। এর ফলে সহজেই মিলবে এই ছয় প্রকার সার্টিফিকেট।