সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত প্রধান আতিকুল মালিথ্যার বাড়ির গেটের সামনে অজ্ঞাত দুষ্কৃতীরা রেখে গেল খুনের হুমকির চিঠি ও কালো পলিথিনের ভিতরে কিছু দড়ি রেখে দিল দুষ্কৃতীরা। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে নওদা থানার পুলিশ পৌঁছে উদ্ধার করে হুমকি চিঠি ও দড়ি। জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের টিকিটে সর্বাঙ্গপুর গ্রাম পঞ্চায়েত থেকে নির্বাচিত হয়েছেন আতিকুল মালিত্যা। ২৪ জন সদস্য বিশিষ্ট ওই পঞ্চায়েতে ১৭ জনই তৃণমূলের সদস্য।
advertisement
আরও পড়ুন: চিংড়িঘাটা আন্ডারপাস না হলে একটি স্টেশনে না থেমেই চলবে কমলা লাইনের কলকাতা মেট্রো
বর্তমানে আতিকুল পঞ্চায়েত প্রধান পদে রয়েছেন। রাজনৈতিকভাবে প্রভাবশালী এই প্রধানের বাড়ির সামনে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়। কে বা কারা এই প্রাণনাশের চিঠি রেখে গেল, খতিয়ে দেখছে পুলিশ। লিখিত অভিযোগ থানায় জমা দেবেন বলেই জানিয়েছেন প্রধান আতিকুল মালিথ্যা। চিঠিতে লেখা রয়েছে এক মাসের মধ্যেই প্রাণে মেরে ফেলা হবে সর্বাঙ্গপুরে ব্রিজের উপর। আর এই চিঠি পাওয়ার পরেই আতঙ্কিত গ্রামের বাসিন্দারা।
আরও পড়ুন: অযোগ্যদের তালিকা তৈরি করেও শেষ মুহূর্তে পিছিয়ে গেল এসএসসি, কেন দেরি?
আতিকুল মালিথ্যার অভিযোগ করেছেন, হঠাৎই সকালে বাড়ির সামনে একটি হুমকি চিঠি দেখতে পাওয়া যায়। আমাদের অনুগামীদের প্রথম চোখে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে কে বা কারা এই হুমকি চিঠি রেখে গিয়েছেন তার তদন্ত শুরু করেছে পুলিশ।






