Jaynagar Moa: বহড়ুতেই তৈরি হচ্ছে কনকচূড় ধানের খই, খাঁটি নলেন গুড়ের সঙ্গে পাক খেয়ে নরম তুলতুলে জয়নগরের মোয়া, কম ঝক্কির কাজ নয়

Last Updated:

South 24 Parganas Jaynagar Moa: সুস্বাদু মোয়া তৈরির মূল উপাদান সুগন্ধী কনকচূড় ধানের খই আর খাঁটি নলেন গুড়। শীতের মরশুমে জয়নগর এলাকার বহড়ু ও শ্রীপুর গ্রামে অধিকাংশ বাড়িতেই কনকচূড় ধান থেকে খই তৈরি হয়।

+
কনকচূড়

কনকচূড় ধান

জয়নগর, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহা: বাঙালির শীতকালে মানে মোয়া আর নলেন গুড়। আর মোয়া বলতেই আমরা বুঝি জয়নগরের মোয়া। দক্ষিণ ২৪ পরগণার জয়নগর এলাকাতেই মোয়ার চল কোনও এক অতীতে শুরু হয়েছিল যা এখন সর্বত্র ছড়িয়ে পড়েছে। মোয়ার মূল উপাদান সুগন্ধী কনকচূড় ধানের খই।
শীতের মরশুমে ভোজনরসিক বাঙালির খাবারের শেষ পাতে মিষ্টি থাকা মাস্ট। মিষ্টির প্রতি বাঙালির দুর্বলতা আজকের নয়। বাংলার মিষ্টির খ্যাতি রয়েছে জগৎজোড়া। কী নেই বাঙালির এই মিষ্টির খাজনায়। আসলে বাঙালির প্রিয় মিষ্টির তালিকায় এত মিষ্টি রয়েছে যা গুণে শেষ করা যাবে না। আর তার মধ্যে অন্যতম জয়নগরের মোয়া।
আরও পড়ুনঃ পায়ের ছাপ, গাছে আঁচড় দেখা গেলেও ‘তাঁর’ উপস্থিতির প্রমাণ নেই, বাঘ গণনার আগে নেওরাভ্যালি জুড়ে বসছে আধুনিক ট্র্যাপ ক্যামেরা
বাংলার এক জেলা থেকে অন্য জেলায় পা রাখার সঙ্গে সঙ্গেই বদলাতে শুরু করে সেখানকার মিষ্টির তালিকা। আমাদের রাজ্যের প্রতিটি জেলায় বিখ্যাত এক এক ধরনের মিষ্টি। দক্ষিণ ২৪ পরগণায় কনকচূড় ধানের খই, খেজুর গুড়, আর গাওয়া ঘি দিয়ে তৈরি এই অতি জনপ্রিয় মিষ্টি মোয়া। জয়নগর শহরের অন্যতম এই মোয়া শুধুমাত্র শীতকালে মেলে। আর এই মোয়া তৈরি করতে প্রধান  দু’টি উপকরণ হল নলেন গুড় এবং কনকচূড় ধানের খই।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
চলতি বছর আবহাওয়া খারাপ থাকায় এই ধানের চাষ কম হয়েছে। তাই খই জোগাড় করতে গিয়েই হিমশিম খাচ্ছেন কারিগররা। ধানের খইকে মাটিতে শুকিয়ে ও শিশিরে এক রাত ভিজিয়ে তারপর মোয়া তৈরির জন্য প্রস্তুত করতে হয়৷ বছরের এই তিন মাস খই তৈরি হয়। মোয়ার আসল স্বাদ পেতে গেলে প্রধান উপকরণ এই কনকচূড় ধানের খই। দক্ষিণ ২৪পরগনার জয়নগর এলাকার বহড়ু ও শ্রীপুর গ্রামে অধিকাংশ বাড়িতেই শীতের মরশুমে এই কনকচূড় ধান থেকে খই তৈরি করা হয়।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Jaynagar Moa: বহড়ুতেই তৈরি হচ্ছে কনকচূড় ধানের খই, খাঁটি নলেন গুড়ের সঙ্গে পাক খেয়ে নরম তুলতুলে জয়নগরের মোয়া, কম ঝক্কির কাজ নয়
Next Article
advertisement
MGNREGA: উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, সংসদে আসছে বিল
উঠে যাবে মনরেগা, নতুন প্রকল্প কেন্দ্রের! একশো দিনের কাজের তুলনায় বাড়বে উপার্জন, আসছে বিল
  • নাম পাল্টে যেতে পারে ১০০ দিনের কাজ প্রকল্পের

  • মনরেগা প্রকল্পের নাম বদলে হবে ভিবি-জি রাম জি

  • ১০০ দিনের পরিবর্তে ১২৫ দিনের কাজের নিশ্চয়তা দিতে চলেছে কেন্দ্র সরকার

VIEW MORE
advertisement
advertisement