TRENDING:

West Bengal news: ভুল রক্ত দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ, পাঁচ সদস্যের তদন্ত কমিটি বর্ধমান মেডিকেলে

Last Updated:

West Bengal news: ভুল রক্ত দেওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে রোগীর মৃত্যুর অভিযোগ। পাঁচ সদস্যের কমিটি গড়ে তদন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ বলেন, "ওই মহিলা সাপের ছোবল নিয়ে ভর্তি হয়েছিলেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমান: ভুল রক্ত দেওয়ায় বর্ধমান মেডিক্যাল কলেজে রোগীর মৃত্যুর অভিযোগ। পাঁচ সদস্যের কমিটি গড়ে তদন্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের। হাসপাতাল সুপার তাপস কুমার ঘোষ বলেন, “ওই মহিলা সাপের ছোবল নিয়ে ভর্তি হয়েছিলেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল। ভুল রক্ত দেওয়ায় তাঁর মৃত্যু হয়েছে বলে মৃতার ছেলে লিখিত অভিযোগ করেছেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত করা হবে। মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে”।
ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ,পাঁচ সদস্যের তদন্ত কমিটি বর্ধমান মেডিকেলে
ভুল রক্ত দেওয়ায় রোগী মৃত্যুর চাঞ্চল্যকর অভিযোগ,পাঁচ সদস্যের তদন্ত কমিটি বর্ধমান মেডিকেলে
advertisement

আরও পড়ুন: কর্ণাটকে নাবালিকাকে গর্ভবতী করার অভিযোগ! গর্ভপাতের ওষুধ খাওয়ানোয় অসুস্থ কিশোরী, ধৃত যুবক

পরিবারের অভিযোগ, গত সপ্তাহে নমিতা মাঝির রক্ত ভুল করে আউশগ্রামের  দিকনগরের বাসিন্দা নমিতা বাগদিকে দিয়ে দেওয়া হয়েছিল। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে ভর্তি করা হয়েছিল। আজ শুক্রবার ভোরে মৃত্যু হয় তাঁর। মৃতার ছেলে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছেন।

advertisement

ভাতারের বাসিন্দা নমিতা মাঝি গত শনিবার রক্তাল্পতা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের নিউ বিল্ডিং-এর তিনতলায় ভর্তি হন। সেই ওয়ার্ডেই ছিলেন সাপের ছোবলে অসুস্থ নমিতা বাগদি। নমিতা মাঝির জন্য আনা রক্ত দিয়ে দেওয়া হয়েছিল নমিতা বাগদিকে, পরিবারের অভিযোগ এমনটাই। মৃত নমিতা বাগদির ছেলে রাহুলের অভিযোগ, রক্ত দেওয়ার ক্ষেত্রে গাফিলতির কারণে তার মায়ের মৃত্যু হয়েছে।

advertisement

আরও পড়ুন: বেডরোল নিয়ে অশান্তি! পঞ্জাবে ট্রেনে সেনা জওয়ানকে পিটিয়ে খু*নের অভিযোগ রেলকর্মীর বিরুদ্ধে

সেরা ভিডিও

আরও দেখুন
বৃদ্ধাশ্রমে রেখে যাওয়া বাবা-মায়েদের আবারও নতুন করে বাড়ছে কদর সন্তানের কাছে!
আরও দেখুন

গত শনিবার ভাতারের বলগোনার বাসিন্দা নমিতা মাঝি রক্তাল্পতা নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনের তিনতলায় ভর্তি হন। তাদের পরিবারের লোকজনকে দুটি কাগজ দিয়ে ব্ল্যাড ব্যাঙ্ক থেকে রক্ত আনতে বলা হয়। নমিতা মাঝির ছেলে সঞ্জিত মাঝি বলেন, রক্ত আনার পর সেই রক্ত আমার মা নমিতা মাঝির বদলে নমিতা বাগদি নামে অন্য একজনের শরীরে চালানো হয়। যদিও ভুল বুঝতে পেরে কিছুক্ষনের মধ্যেই নমিতা বাগদিকে রক্ত দেওয়া বন্ধ করে দেওয়া হয়। নমিতা বাগদির পরিবারের অভিযোগ, এরপরই নমিতা বাগদি অসুস্থ হয়ে পরে। আজ সকালে তাঁর মৃত্যু হয়েছে। ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল, এ ব্যাপারে বিস্তারিত খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal news: ভুল রক্ত দেওয়ায় রোগীর মৃত্যুর অভিযোগ, পাঁচ সদস্যের তদন্ত কমিটি বর্ধমান মেডিকেলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল