বারাসাত, ভাটপাড়া, বসিরহাট ও উত্তর দমদমে পরপর ইভিএম ভাঙার অভিযোগ উঠল বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। যে সে অভিযোগ নয়, প্রার্থী হয়েও ইভিএম মেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে গেরুয়া শিবিরের প্রার্থীদের বিরুদ্ধে। ফলে পুরভোটে ইভিএম ভাঙাই বিজেপি-র নতুন কৌশল কি না, সেই প্রশ্ন উঠছে৷ ইভিএম ভাঙার অভিযোগে ইতিমধ্যেই বারাসত এবং বসিরহাটে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ৷
advertisement
আরও পড়ুন: রাশিয়াকে আর্থিক সাহায্যের জন্য ট্যুইট জেপি নাড্ডার! শোরগোল পড়তেই সামনে এল সত্য
আর ইভিএম ভাঙার কারণেই ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও তিনি বলেন, ''যেভাবে ভোটগ্রহণ চলছে, গণতন্ত্র নয় আসলে মমতাতন্ত্র চলছে।’ তিন দশক ধরে জনপ্রতিনিধি অর্জুন সিং। এই এলাকায় তিনি প্রবল প্রভাবশালী। সাংসদও বটে। সেখানেই তিনি কিনা ভোট দিতে পারলেন না। নিজের ওয়ার্ডেই ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ।
আরও পড়ুন: ইউক্রেনের সব রাস্তায় মুছে ফেলা হচ্ছে চিহ্ন, সাইনবোর্ড! কারণ জানলে চমকে উঠবেন
প্রসঙ্গত, ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার বিজেপি সাংসদ অর্জুন সিং। সেখানে এবার বিজেপি প্রার্থী করেছিল সৌরভ সিংকে। যিনি আবার সম্পর্কে অর্জুন সিংয়ের ভাইপো। কিন্তু নির্বাচনের আগেই তৃণমূলের হাতযশে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং এবং তৃণমূল যোগ দেন। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে বিজেপির কোনও প্রার্থীই নেই। তাই ভোট দিতে যাননি দাপুটে নেতা অর্জুন সিং। তাঁর কথায়, ''জীবনে প্রথমবার আমি ভোট দিতে পারলাম না। খুব খারাপ লাগছে। কিছু গদ্দারের জন্য এমন হল।''