বর্ধমান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বীরহাটা কোড়াপাড়া এলাকায় বিজেপি প্রার্থী সুধীরঞ্জন কুমার সাউয়ের নির্বাচনী কার্যালয়। সেই কার্যালয়ের সামনেই বোমা রাখার অভিযোগ উঠেছে। এ দিন সকালে দরজার সামনে তা পড়ে থাকতে দেখা গেলে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। গত ২১ ফেব্রুয়ারি প্রচারের জন্য এই নির্বাচনী কার্যালয়েরই সামনে থাকা ব্যানার ও ফেস্টুন পুড়িয়ে ফেলারও অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বোমা রাখার অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াল।
advertisement
আরও পড়ুন: ভয়ঙ্কর চিৎকার! বাইক-সহ আরোহীকে চাকায় পিষে টানল লরি! ধূপগুড়ির রাস্তা ভাসল রক্তে
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বর্ধমান থানার পুলিশ।পুলিশ ব্যারিকেড দিয়ে এলাকাটিকে ঘিরে রেখেছে। খবর দেওয়া হয়েছে বোম ডিস্পোজাল স্কোয়াডকে। সন্দেহ জনক বস্তুটি সত্যিই বোমা কিনা তা বম্ব ডিরেকশন ও ডিসপোজাল স্কোয়ার্ড এলে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।নির্বাচনী কার্যালয়ের সামনে বোমা রাখার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতর। বিজেপির অভিযোগ, এলাকায় ভয়ের বাতাবরণ তৈরি করতেই তৃণমূল এই ঘটনা ঘটিয়েছে। শুধু তাই নয় এলাকাকে অশান্ত করতে বহিরাগতদেরও ওয়ার্ডে নিয়ে আসা হয়েছে। কঠোর প্রশাসনিক হস্তক্ষেপের দাবি করেছে বিজেপি।
আরও পড়ুন: পুরভোটের দিন ফের ঝেঁপে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে প্রবল বর্ষণে? রইল Latest Updates...
বোমা রাখার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিত দাস বলেন, এই ঘটনার সঙ্গেতৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা কোনও ভাবেই জড়িত নয়। বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতে মিথ্যার আশ্রয় নিচ্ছে। কোথা থেকে বোমা এল তা দেখা হোক। পুলিশ প্রশাসন এ ব্যাপারে নিরপেক্ষ তদন্ত করুক। তাতেই সব কিছু পরিষ্কার হয়ে যাবে।
Saradindu Ghosh