Latest Bangla News|| ভয়ঙ্কর চিৎকার! বাইক-সহ আরোহীকে চাকায় পিষে টানল লরি! ধূপগুড়ির রাস্তা ভাসল রক্তে

Last Updated:

Tragic Bike Accident in Dhupguri: সাতসকালে অনেকেই তাদের ফসল বিক্রি করতে আসেন ধূপগুড়ি সুপার মার্কেটে। সে রকমই সুপার মার্কেটে আসছিলেন মাগুরমারি এলাকার বাসিন্দা তাজিমুল হক।

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
#ধূপগুড়ি: সাতসকালেই দূর্ঘটনা, গাড়ির নীচে আটকে ব্যাক্তি। শনিবার সাতসকালেই দূর্ঘটনাটি ধূপগুড়ি শহরের মিলপাড়া রোডের সুপার মার্কেট মোড়ে। জানা গিয়েছে, মৃতের নাম তাজিমুল হক। বয়স আনুমানিক ৫০। তিনি মাগুরমারি এলাকার বাসিন্দা।
সাতসকালে অনেকেই তাদের ফসল বিক্রি করতে আসেন ধূপগুড়ি সুপার মার্কেটে। সে রকমই সুপার মার্কেটে আসছিলেন মাগুরমারি এলাকার বাসিন্দা তাজিমুল হক। রাস্তা পারাপারের সময় গয়েরকাটা থেকে ধূপগুড়িগামী একটি বাদাম বোঝাই লরি তাকে রীতিমতো পিষে দিয়ে পালিয়ে যায়। লরিটি এতটাই গতিবেগে ছিল যে, বাইক-সহ তাঁকে প্রায় ১০০ মিটার টেনে হিঁচড়ে নিয়ে যায়। পাশে থাকা দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার পুলিশ। দীর্ঘক্ষন গাড়ির নীচে আটকে থাকে বাইক-সহ তার দেহ। দীর্ঘ প্রচেষ্টায় গাড়ির নীচে থেকে তার দেহ বের করে আনে ধূপগুড়ি দমকল বাহিনীর কর্মী ও স্থানীয় বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন: পুরভোটের দিন ফের ঝেঁপে বৃষ্টি! কোন কোন জেলা ভাসবে প্রবল বর্ষণে? রইল Latest Updates...
এ দিকে, একের পর এক দুর্ঘটনায় রীতিমতো আতঙ্কিত শহরবাসী। শহরবাসী ক্ষোভ প্রকাশ করেছে ট্রাফিক পুলিশের ভূমিকা নিয়েও। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাস্তার বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অথচ প্রচুর পরিমাণে সাধারণ মানুষ যখন ব্যস্ততম সুপার মার্কেটে যায়। তখন সেই সুপারমার্কেট মোড়ে পুলিশের গাড়ি দেখা যায় না । ট্রাফিক পুলিশকে যখন হেলমেট না পরা নিয়ে ফাইন করেন, তখন কেন দ্রুতগতির এবং ওভারলোডিং গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না!
advertisement
advertisement
রকি চৌধুরি 
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Latest Bangla News|| ভয়ঙ্কর চিৎকার! বাইক-সহ আরোহীকে চাকায় পিষে টানল লরি! ধূপগুড়ির রাস্তা ভাসল রক্তে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement