TRENDING:

West Bengal Municipal Election 2022: ভোটের মুখে দলের কর্মীদের অবাক করে কী বললেন সাংসদ আলুওয়ালিয়া!

Last Updated:

West Bengal Municipal Election 2022: এমনিতেই এলাকায় না আসার অভিযোগ রয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়ার বিরুদ্ধে। তবুও পুরভোটের মুখে দলীয় প্রার্থীদের সমর্থনে তিনি প্রচারে নামবেন, রোড শো করবেন এমনটাই আশা করেছিলেন কর্মীরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বর্ধমানে দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া
বর্ধমানে দুর্গাপুর কেন্দ্রের সাংসদ এস এস আলুওয়ালিয়া
advertisement

মঙ্গলবার বর্ধমানে (Burdwan News) বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, "আমি মিউনিসিপালিটি বা পঞ্চায়েত স্তরের প্রচারে নামি না। আমার একটা স্ট্র্যাটেজি পার্ট আছে। কোনও প্রার্থী কি বলেছে আলুওয়ালিয়াজি সমর্থন করছে না!" সাংসদ আলুওয়ালিয়ার (SS Ahluwalia) এই মন্তব্যে অবাক বিজেপি কর্মীরা। ঘনিষ্ঠ মহলে তাঁরা বলছেন, বিধানসভা নির্বাচনের পর এখন বিজেপির (West Bengal Municipal Election 2022) দিকে ভাটার টান। তেমন জন সমর্থন নেই। এই অবস্থায় সাংসদের পাশে দাঁড়ানো, প্রচারে নামা কাম্য। তা না করে উনি এই নির্বাচনকে গুরুত্ব দিচ্ছেন না।

advertisement

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর নির্দেশে তৎপরতা, আনিস খান মৃত্যু তদন্তে গঠিত হল ৩ সদস্যের SIT

বর্ধমানে ইতিমধ্যেই একাধিকবার প্রচার করেছেন দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সাংসদ সুভাষ সরকার, রাহুল সিনহা। বিধানসভা নির্বাচনে দলের কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহরা মাটি কামড়ে পড়ে থেকেছেন। সেখানে দলের সাংসদ তাঁর এলাকায় পুরভোটে সামনে থেকে নেতৃত্ব দিতে না চাওয়ায় হতাশ দলের কর্মী ও প্রার্থীরা।

advertisement

এ প্রসঙ্গে আলুওয়ালিয়া (SS Ahluwalia) বলেন, সবাই তো প্রচারে যায় না। এত নেতা কার্যকর্তা আছে।  স্টার ক্যাম্পেনার হিসেবে সবার নাম থাকে না। আমি স্টার ক্যাম্পেনার নই। প্রত্যেক লোকেরই আলাদা আলাদা স্ট্র্যাটেজি থাকে। কেউ অফিসে থেকে কাজ করে। কেউ ডিফারেন্ট ওয়ে অফ কমিউনিকেশনে কাজ করে। কেউ পদযাত্রা করে কাজ করে। আজ মিউনিসিপালিটি নির্বাচন (West Bengal Municipal Election 2022), কাল পঞ্চায়েত নির্বাচন আছে। আমাকে যদি ঘুরতে হয় তো সমস্ত জায়গায় ঘুরতে হবে। আপনাদের এলাকায় তো মন্ত্রীরাও এসেছেন। প্রচার করছেন। তারা সবাই স্টার ক্যাম্পেনার। তাদের কাজই হচ্ছে ক্যাম্পেন করা।

advertisement

আরও পড়ুন : আনিস মৃত্যুর প্রতিবাদে মহাকরণ অভিযান, উত্তেজনা শিয়ালদহে, অবরুদ্ধ রাজপথ

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের শহরে বিষ্ণুপুর কালীবাড়ির পুজো! মুর্শিদাবাদের এই দেবীকে ঘিরে রয়েছে বহু কাহিনী
আরও দেখুন

তাহলে কি প্রার্থীরা নিজে নিজেই প্রচার করবেন? উত্তরে তিনি বলেন, কেন পার্টি তো করছে। নেতারা আসছে। প্রতিদিনই আসছেন। প্রচার করছেন। আপনি কি তাহলে আপনার সংসদ এলাকায় বসে শুধু টুইটার হ্যান্ডেল করবেন? সাংসদ বলেন, আমি টুইটার ফেসবুক করি না। এসব ভুল ধারণা। আমি ব্যক্তিগত ভাবে কথা বলি। আমি প্রার্থীদের যা গুরুমন্ত্র দেওয়ার দেব।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal Municipal Election 2022: ভোটের মুখে দলের কর্মীদের অবাক করে কী বললেন সাংসদ আলুওয়ালিয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল