পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবক নিজের মাথায় গুলি করে আত্মঘাতী হয়েছেন। মৃত যুবকের পকেটে ছিল আরও দুটি কার্তুজ। সে কোথা থেকে পিস্তল পেল, কেনই বা এই নির্জন এলাকায় আত্মঘাতী হলেন, নাকি এর পেছনে অন্য কোন কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে ভাটপাড়া থানার পুলিশ। ওই যুবকের দেহ ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন: বিরাট খবর, দিঘায় এবার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! না দেখলে কিন্তু বড় মিস করবেন
এদিকে, জমি বিবাদের জেরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ মহকুমা আদালতের এক মহিলা আইনজীবী ও তাঁর মাকে বেধড়ক মারধর, শ্বাসরোধ করে খুনের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে। গুরুতর অসুস্থ অবস্থায় ওই আইনজীবী কাকদ্বীপ সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন: বইমেলায় পাঁচ দিনেই লক্ষ্য পূরণ করল এসএফআই, স্টলে দুরন্ত চমক দিল বাম ছাত্ররা
শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের ফটিকপুরে। এই ঘটনায় পুলিশ মা ও ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্ত আরও দু’জন পলাতক। ধৃতদের বিরুদ্ধে মারধর, খুনের চেষ্টা, শ্লীলতাহানি সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়েছে। এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন কাকদ্বীপ আদালতের বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মনোজ পণ্ডা।