এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল এর বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনি কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।
advertisement
বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনো কখনো জব ড্রাইভ এর মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরাসরি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতী।
বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রে এরকম একটি জব ড্রাইভের আয়োজন করা হয় তাতে অংশ নেন সীমান্ত থেকে সুন্দরবন এলাকার বিভিন্ন এলাকার কর্মপ্রার্থীরা। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বসিরহাটের উপ অধিকর্তা ভিক্টর রায় জানালেন, ‘সরকারি উদ্যোগে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থায় কাজের সুযোগ আসলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখবদ্ধ যুবক যুবতীরা জব ড্রাইভ অংশগ্রহণ করতে পারবে।’
বসিরহাট কর্ম বিনিয়োগ কেন্দ্রে ইতিমধ্যেই ১৩টি জব ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে ,বীমা, ফিনান্স, ব্যাংক, অফিস-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কিছু সংস্থা বাছাই কর্মপ্রার্থীদের ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বসিরহাটের মতো দূরবর্তী জায়গার নিয়োগকারী সংস্থাকে পাওয়া। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের, তা সত্ত্বেও প্রত্যন্ত এলাকার কর্মপ্রার্থীদের কাছে কর্পোরেটে কাজের সুযোগ যা দেখার যুবকদের কাছে কিছুটাও আশার আলো দেখাচ্ছে।
জুলফিকার মোল্লা