TRENDING:

JOB: চাকরির ব্যাপক সুযোগ, কর্মসংস্থানের জোয়ার, মিলবে মোটা মাইনে, খুঁটিনাটি নিচের লিঙ্কে

Last Updated:

JOB: বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনও কখনও জব ড্রাইভের মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বসিরহাট: কর্মবিনিয়োগ কেন্দ্রের উদ্যোগে মিলছে চাকরির সুযোগ। সরকারি কর্ম বিনিয়োগ কেন্দ্র অর্থাৎ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে নিয়মিত যোগাযোগ রাখলে মিলতে পারে চাকরি। আপনার নাম যদি এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে লিপিবদ্ধ থাকে তাহলে আপনার কাছে সরকারি উদ্যোগে আছে বড় সুযোগ। সময়ের সঙ্গে বদল হয়েছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মপদ্ধতির, আধুনিকীকরণের পাশাপাশি কার্ডের বদলে চালু হয়েছে অনলাইন পোর্টাল, এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক।
advertisement

এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কল এর বদলে সমস্ত সরকারি চাকরিতেই প্রতিযোগিতামূলক পরীক্ষা বর্তমানে বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে, এর সঙ্গে সমঞ্জস্য রেখেই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মাধ্যমে চালু হয়েছে একগুচ্ছ নতুন সুযোগ সুবিধা। যেমন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য চালু হয়েছে বিনামূল্যে বিশেষ প্রশিক্ষণ তেমনি কেরিয়ার টক প্রোগ্রামের মাধ্যমে তরুণ প্রজন্মকে কেরিয়ারের বিষয়ে নতুন দিশা দেখানো।

আরও পড়ুনঃ একটু ভুল করলেই…! রাস্তাঘাটে বাইক-গাড়ির পিছনে কুকুর তাড়া করছে? ঠিক কী করবেন সেই সময়! সঠিক নিয়ম শুধুই এটা

advertisement

বেসরকারি ক্ষেত্রে বিপুল কর্মসংস্থানের সম্ভাবনাকে মাথায় রেখে বিভিন্ন প্রাইভেট সংস্থার মাধ্যমে কখনো কখনো জব ড্রাইভ এর মতো প্রোগ্রাম আয়োজন করা হয়। এর মাধ্যমে কর্মপ্রার্থীদের সঙ্গে সংস্থার সেতুবন্ধন করছে রাজ্য সরকারের এই দফতর। বেসরাসরি অনেক সংস্থায় ‘ওয়াক ইন ইন্টারভিউ’তে ডাক পাচ্ছেন অগণিত যুবক-যুবতী।

View More

আরও পড়ুনঃ বরফের মতো জেট গতিতে গলবে থলথলে মেদ! একমাস ‘ডিনারে’ সস্তার ‘এই’ সাদা খাবার, শুধু জানুন কীভাবে খাবেন রোজ

advertisement

বসিরহাট কর্মবিনিয়োগ কেন্দ্রে এরকম একটি জব ড্রাইভের আয়োজন করা হয় তাতে অংশ নেন সীমান্ত থেকে সুন্দরবন এলাকার বিভিন্ন এলাকার কর্মপ্রার্থীরা। জেলা কর্মবিনিয়োগ কেন্দ্র বসিরহাটের উপ অধিকর্তা ভিক্টর রায় জানালেন, ‘সরকারি উদ্যোগে বিভিন্ন বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংস্থায় কাজের সুযোগ আসলে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে নাম লিখবদ্ধ যুবক যুবতীরা জব ড্রাইভ অংশগ্রহণ করতে পারবে।’

advertisement

বসিরহাট কর্ম বিনিয়োগ কেন্দ্রে ইতিমধ্যেই ১৩টি জব ড্রাইভ অনুষ্ঠিত হয়েছে ,বীমা, ফিনান্স, ব্যাংক, অফিস-সহ বিভিন্ন ক্ষেত্রে পরিষেবা প্রদানকারী সংস্থার সঙ্গে যোগাযোগ করে তাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে। তাদের মধ্যে বেশ কিছু সংস্থা বাছাই কর্মপ্রার্থীদের ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। বসিরহাটের মতো দূরবর্তী জায়গার নিয়োগকারী সংস্থাকে পাওয়া। অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের, তা সত্ত্বেও প্রত্যন্ত এলাকার কর্মপ্রার্থীদের কাছে কর্পোরেটে কাজের সুযোগ যা দেখার যুবকদের কাছে কিছুটাও আশার আলো দেখাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

জুলফিকার মোল্লা 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
JOB: চাকরির ব্যাপক সুযোগ, কর্মসংস্থানের জোয়ার, মিলবে মোটা মাইনে, খুঁটিনাটি নিচের লিঙ্কে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল