এতদিন ধরে জেলার বাইরে গিয়ে চাকরির খোঁজ করতে হত আইটিআই উত্তীর্ণ ছাত্রছাত্রীদের। কিন্তু এবার নিজের জেলার মাটিতেই কর্মসংস্থানের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত যুবক-যুবতীরা। আইটিআই প্রশিক্ষণপ্রাপ্ত ছাত্রছাত্রীদের কথা, “অ্যাপ্রেন্টিসশিপ মেলায় আগে যে সমস্ত শিল্প সংস্থাগুলো কাজের সুযোগ নিয়ে আসত সেগুলো সব বাইরের। কিন্তু এবার পুরুলিয়া জেলার নিজস্ব সংস্থাগুলো এগিয়ে আসছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের ও আনন্দের বিষয়।”
advertisement
আরও পড়ুনঃ দীর্ঘদিন বাক্সবন্দি কম্বলে স্যাঁতস্যাঁতে কোনও গন্ধই হবে না, বিনা পয়সার কৌশলে বছরভর থাকবে সতেজ, জানুন
আরও পড়ুনঃ শীতে মাত্র ৩ মাস মেলে ওল জাতীয় সবজিটি, ক্যালসিয়াম-ম্যাঙ্গানিজের খনি, পাতে থাকলে লৌহকঠিন হাড়
পুরুলিয়া আইটিআই কলেজের ডেপুটি ডিরেক্টর অভিজিৎ কুন্ডু জানান, “কলেজের অ্যাপ্রেন্টিসশিপ মেলায় মোট ১৪টি শিল্প সংস্থা অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীদের চাকরির সুযোগ দিতে। পাঁচটি পশ্চিমবঙ্গের শিল্প প্রতিষ্ঠান, যার মধ্যে দুটি পুরুলিয়ার। আমাদের কাছে এটি অত্যন্ত আনন্দের বিষয় যে জেলার নিজস্ব শিল্প সংস্থাগুলি এখন পুরুলিয়ার আইটিআই শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ দিতে এগিয়ে আসছে।” এই উদ্যোগের ফলে একদিকে যেমন জেলার যুবসমাজের কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলবে, তেমনই অন্যদিকে পুরুলিয়ার শিল্পোন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশা করা হচ্ছে।





