পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতের পর থেকে তাঁর সঙ্গে আর কেউ যোগাযোগ করতে পারেননি। শনিবার সকালে অফিসের পরিচিতরা লেকটাউন থানায় বিষয়টি জানান। তৎক্ষণাৎ লেকটাউন থানার পুলিশ বাঙুরের ওই বাড়িটিতে পৌঁছয়। অনেকক্ষণ ডাকাডাকির পরেও কেউ সাড়া না দেওয়ায় অবশেষে পুলিশ দরজা ভেঙে বাড়ির ভেতরে ঢোকে।
আরও পড়ুনঃ জোটের দরজা খোলা, পঞ্চায়েত নির্বাচনের প্রার্থী ঘোষনা সিপিআইএমের, কত আসনে প্রার্থী বামেদের?
advertisement
সূত্রের খবর, বাড়ির ভেতরে একটি চেয়ারের উপর বসেছিলেন অতীশ গোপালিকা। পুলিশ তাঁকে উদ্ধার করে আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করে। চিকিৎসকদের প্রাথমিক পরীক্ষার পরে অনুমান, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে তাঁর।
এ দিন অতীশের দেহ আরজি কর হাসপাতাল থেকে বিধাননগর হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার বিকেলে বিধাননগর মহকুমা হাসপাতালে পৌঁছয় রাজ্যের স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকা এবং বিধাননগর পুলিশ কমিশনার-সহ একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
Rudra Narayan Roy