ব্রিটিশদের ফেলে যাওয়া সেই রানওয়ে অর্থাৎ এয়ারস্ট্রিপকে অত্যাধুনিক বিমানবন্দরে রূপান্তরিত করতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য সরকারের পরিবহন দফতরের এয়ারক্রাফট ইঞ্জিনিয়ার এবং ভূমি দফতরের আধিকারিকরা রানওয়ে এলাকা পরিদর্শন করে গিয়েছেন। জানা যাচ্ছে, বিমানবন্দরটি ১৭২২ মিটার দৈর্ঘ্য ও ৩৫০ মিটার প্রস্থযুক্ত হবে। বিমানবন্দরের ডিপিআর তৈরি করে সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠান হবে।
advertisement
এ বিষয়ে পুরুলিয়ার জেলা শাসক সুধীর কোনথাম বলেন, টেকনিক্যাল টিম গোটা এলাকা পরিদর্শন করে দেখেছেন। রানওয়ের দুই পাশে একটি রেললাইন রয়েছে ও একটি হাইটেনশন লাইন রয়েছে। টেকনিক্যাল টিমের মত অনুসারে, এই এলাকা বিমান নামার অনুপযোগী। তাই ওই এলাকায় পরিকাঠামোগত পরিবর্তন করতে হবে। টেকনিক্যাল টিম সমস্ত কিছুই খতিয়ে দেখছে।
এ বিষয়ে স্থানীয় এক ব্যবসায়ী ইন্দ্র কুমার দান বলেন, পুরুলিয়ায় বিমানবন্দর তৈরি হলে পুরুলিয়ার চেহারা বদলে যাবে। বাণিজ্যিকভাবে অনেকটাই সমৃদ্ধ হয়ে উঠবে এই জেলা। পর্যটনের দিক থেকেও আরও অনেকটা উন্নতি হবে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়াবাসীর দীর্ঘদিনের স্বপ্ন এই জেলায় গড়ে উঠবে বিমানবন্দর। মূলত জেলাবাসীর বিমানের সুবিধা উপভোগ করতে হলে ভিন জেলা কিংবা ভিন রাজ্যে যেতে হয়। তাই এই জেলাতেই যদি বিমানবন্দর গড়ে ওঠে তাহলে সমস্ত দিক থেকেই উপকৃত হবে জেলার মানুষজন।





