জানা গিয়েছে, হঠাত শনিবার রাতে ফারাক্কা থানায় এসে হাজির ওই নকল অ্যান্টি করাপশন অফিসার। ফারাক্কা থানায় কর্মরত ডিউটি অফিসারকে পরিচয় দেওয়ার পরপর অভিযান চালাতে বলে সে। তাতে সন্দেহ জাগে ফারাক্কা থানার ভারপাপ্ত আইসি বিজয় কুমার যাদবের। তারপর তাকে জিজ্ঞাসা করে আসল সত্যি বেরিয়ে আসে।
আরও পড়ুন: আবর্জনায় খোঁজ মিলল রবীন্দ্রনাথের মূর্তির মাথার, বাকি অংশ কই! লজ্জায় মুখ ঢাকছে বাংলাদেশ
advertisement
বেশ কয়েকদিন ধরে তিনি ফারাক্কায় নিজেকে অ্যান্টি করাপশন অফিসার বলে পরিচয় দিয়ে বেড়াচ্ছিল। তার কাছ থেকে একটি ভুয়ো অ্যান্টি করাপশন অফিসার ID কার্ড পাওয়া যায় বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এবার ঝেঁপে বৃষ্টি, বাদ নেই কলকাতাও! বিরাট পূর্বাভাস হাওয়া অফিসের, সতর্ক থাকতেই হবে
তারপর ধৃতকে গ্রেফতার করে রবিবার সকালে ৭ দিন পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতের পাঠায় ফারাক্কা থানার পুলিশ। তবে এই ঘটনা সে কেন ঘটিয়েছে, তার তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ।