উপস্থিত ছিলেন প্রশাসনের অধিকর্তারা, ছিলেন জেলার অন্যান্য শাসক নেতৃত্বরাও। প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী একবার এই কর্মসূচি পরিদর্শন করতে চেয়েছিলেন। তবে সাধারণ মানুষের ভিড়ের কারণে তিনি ভেতরে পৌঁছননি।
এদিন দুপুর নাগাদ, ঝাড়গ্রাম যাওয়ার পথে মেদিনীপুর শহরের কর্নেলগোলাতে নারায়ণ বিদ্যাভবন স্কুলে ‘আমার পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি দেখতে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে নামেন এবং কথা বলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানের সঙ্গে। শুধু তাই নয়, এই কর্মসূচিকে ঘিরে কেমন সাড়া মানুষের তাও জানতে চান মুখ্যমন্ত্রী। কথা বলেছেন একাধিক নেতৃত্বদের সঙ্গে।
advertisement
আরও পড়ুন: ২০২২ সালের পর ফের ক্রিকেটের বিরাট পদে সৌরভ! কোন পদে? জানালেন নিউজ18 বাংলাকে
প্রতিটি বুথ এলাকায় সাধারণ মানুষের সুবিধার জন্য রাজ্য সরকারের উদ্যোগে ‘আমার পাড়া আমাদের সমাধান কর্মসূচি’ চালু হয়েছে। সেই কর্মসূচি চলছিল মেদিনীপুর শহরে। কর্মসূচি চলাকালীন মুখ্যমন্ত্রীর কনভয় দাঁড়িয়ে যায় সেখানে। বেশ কয়েকজন সাধারণ মানুষ কথা বলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুধু তাই নয়, মানুষের সমস্যার সমাধানের পরামর্শ দিয়েছেন পুরপ্রধানকে। এছাড়াও এদিন খড়গপুর শহরে শাসক নেতৃত্বদের সঙ্গেও কথা বলেন তিনি।
খড়্গপুর শহরের তৃণমূল নেতৃত্ব দেবাশিস চৌধুরী, হেমা চৌবের সঙ্গে কথা বলেন তিনি। যদিও এই নেতৃত্বরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছেন, আগামী ভোটে তারা খড়্গপুর থেকে তৃণমূলকে জেতাবেন। স্বাভাবিকভাবে মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন বেশ তাৎপর্যপূর্ণ রাজনৈতিক মহলে।