ভেলা ভাসান মূলত একটি শতাব্দী প্রাচীন কালীপুজোর কার্নিভাল। যেখানে স্থানীয় এলাকার একটি বিশাল শিবমূর্তি বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হয়। পাশাপাশি থাকে একাধিক কালী প্রতিমা। যেগুলিকে উদ্যোক্তারা ভেলায় তুলে জলাশয়ের ওপর চারিদিকে ঘুরতে থাকেন। কয়েক ঘন্টা ধরে এই প্রদর্শনী চলার পর প্রতিমা নিরঞ্জন পর্ব সম্পন্ন হয়। যা দেখতে আশপাশের মানুষ তো বটেই, ভিন জেলা এবং ভিন রাজ্য থেকেও অনেকে আসেন।
advertisement
আরও পড়ুন: নানা মুনির নানা মত! অ্যাম্বুলেন্স থাকতেও চাইতে গেলে শুনতে হয় অন্য কথা
স্থানীয় বাসিন্দারা বলছেন, ছোট থেকেই তারা এই উৎসব দেখে আসছেন। বাবা, ঠাকুরদার আমলেই এই ভেলা ভাসান শুরু হয়েছে। প্রায় ২০০ বছরের প্রাচীন এই উৎসব। যম দ্বিতীয়ার পরে এই কার্নিভালের আয়োজন করা হয়। যদিও বর্তমানে অংশগ্রহণ করা প্রতিমার সংখ্যা আগের তুলনায় অনেকটা কমেছে। তবে ভেলা ভাসান কোটা গ্রামের একটি ঐতিহ্য বলে তারা দাবি করেন। এই উৎসব উপলক্ষে বিশাল একটি মেলার আয়োজনও করা হয়।
আরও পড়ুন: আবার উৎসবের প্রস্তুতি জেলায়! ছট পুজোর প্রস্তুতি শুরু প্রশাসনিক স্তরে, নিরাপত্তায় জোর
প্রসঙ্গত, ভেলা ভাসন উপলক্ষে কয়েক হাজার মানুষের ভিড় হয় একটি জলাশয়ের পাশে। যে কারণে উদ্যোক্তারা সব রকম প্রস্তুতি নিয়ে রাখেন। পাশাপাশি প্রশাসনের তরফ থেকেও নিরাপত্তার ব্যবস্থা করা হয়। গ্রামের সমস্ত মানুষজন একজোট হয়ে এই উৎসবের আয়োজন করেন। মূলত কালীপুজোর শতাব্দী প্রাচীন এই কার্নিভাল গোটা জেলায় একটি বিশেষ অনুষ্ঠান। যার আয়োজন আর অন্য কোথাও হয়না। স্বাভাবিকভাবে জেলার মানুষ ভিড় জমান ভেলা ভাসান দেখতে।
নয়ন ঘোষ





