রাজ্যে আলুর জোগান ঠিক রাখতে আপাতত ভিন রাজ্যে আলু রফতানিকরার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে আলু ব্যবসায়ীদের। বাজারে নতুন আলু না আসা পর্যন্ত এই নির্দেশিকা বজায় থাকবে। আর এই নির্দেশিকার পরেই বাংলা ঝাড়খন্ড সীমান্তে দেখা গেল পুলিশ কর্মীদের তৎপরতা। আলু বোঝাই লরিগুলিকে আটকে দেওয়া হয়েছে সীমান্তে। ফের ঘুরিয়ে দেওয়া হয়েছে রাজ্যের দিকে।
advertisement
বাংলা ঝাড়খন্ড সীমান্তের ডুবুরডি চেকপোস্ট অন্যতম। সেখানে কুলটি থানার ট্রাফিক গার্ড এবং চৌরঙ্গী ফাঁড়ির পুলিশ কর্মীদের তৎপরতা দেখা গিয়েছে। সীমান্ত দিয়ে পারাপার করতে যাওয়া সমস্ত লরিগুলির নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। রাজ্য থেকে আলু যাতে বাইরে না যায়, সেদিকে সজাগ রয়েছেন প্রশাসনের কর্মীরা। তাই যে সমস্ত আলু বোঝায় লরিগুলি ভিন্ন রাজ্যের উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে, সেগুলিকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: Zoo: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি… সাদা বাঘের আগমনে তুমুল উল্লাস… আর কে?
প্রসঙ্গত মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পড়ে আলু ব্যবসায়ীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক হয়েছে। সেখানে রাজ্যে আলুর সর্বোচ্চ দাম ৩০ টাকা কেজি প্রতি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট আলু ব্যবসায়ীরা বলছেন, তাদের বেশি দামে আলু কিনতে হয়েছে। ফলে তাদের বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে প্রশাসনের এই মনোভাব দেখে তারা আশা প্রকাশ করেছেন, যদি রাজ্য থেকে আলু বাইরে না যায়, তাহলে আলুর দাম অনেকটাই নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। যে কারণে ক্রেতাদের ওপর বাড়তি দামের চাপ পড়বে না।
নয়ন ঘোষ