Zoo: দার্জিলিং চিড়িয়াখানায় নতুন অতিথি... সাদা বাঘের আগমনে তুমুল উল্লাস... আর কে?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালী শিয়াল এল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে। বিনিময়ে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট , সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট দেওয়া হয়েছে।
দার্জিলিং চিড়িয়াখানায় একজোড়া সাদা বাঘ এবং একজোড়া সোনালী শিয়াল এল হায়দরাবাদ চিড়িয়াখানা থেকে। বিনিময়ে একজোড়া বেঙ্গল টাইগার এবং একজোড়া গোল্ডেন ফেজেন্ট , সিলভার ফেজেন্ট, লেডি আর্মহার্স্ট ফেজেন্ট , চির ফেজেন্ট দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন, সেখানে সাইবেরিয়ান টাইগার আগে থেকেই ছিল। এ বার সাদা রয়্যাল বেঙ্গল টাইগারও এল। জু অথরিটির সদস্য সচিব সৌরভ চৌধুরী বলেন, ‘‘নতুন বছরের আগে পর্যটকদের জন্য এই উপহার। হায়দরাবাদ থেকে ওই প্রাণীদের সড়কপথে আনা হয়েছে।’
প্রায় ৭ হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই চিড়িয়াখানা। এটি ১৯৫৮ সালে তৈরি করা হয়েছিল। সরোজিনী নাইডুর মেয়ে পদ্মাজা নাইডুর নামেই চিড়িয়াখানার নামকরণ করা হয়। এখানে প্রাণীদের পাশাপাশি স্নো লেপার্ড, হিমালয় অঞ্চলের বিপন্ন প্রজাতির নেকড়ের সফল কৃত্রিম প্রজনন করা হয়েছে।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 29, 2024 8:38 PM IST