TRENDING:

Shatrughan Sinha: ২১ লক্ষ টাকা ব্যয়ে অণ্ডাল বিমানবন্দরকে অ্যাম্বুল্যান্স দিলেন শত্রুঘ্ন সিনহা, রয়েছে অত্যাধুনিক সব সুবিধা

Last Updated:

Shatrughan Sinha Donates Ambulance to Andal Airport: সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার অণ্ডাল বিমানবন্দরে যাত্রী সুরক্ষায় শুরু হল অ্যাম্বুল্যান্স পরিষেবা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: তৎকালীন জনপ্রিয় অভিনেতা তথা আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার প্রতিশ্রুতি মতো বৃহস্পতিবার অণ্ডাল বিমানবন্দরে যাত্রী সুরক্ষায় শুরু হল অ্যাম্বুল্যান্স পরিষেবা। এদিন সাংসদ তহবিলের অর্থ ব্যয় করে একটি অত্যাধুনিক অ্যাম্বুল্যান্স কাজী নজরুল ইসলাম বিমানবন্দরকে প্রদান করেন অভিনেতা। এই বিমানবন্দরে প্রতিদিন বহু বিমান যাত্রী আসা-যাওয়া করেন। তাই বিমানবন্দর কর্তৃপক্ষ সাংসদ শত্রুঘ্ন সিনহার কাছে আবেদন করেছিলেন, একটি অত্যাধুনিক প্রযুক্তির অ্যাম্বুল্যান্সের। সেই দাবির কথা মাথায় রেখে সাংসদ তহবিল থেকে ২১ লক্ষ টাকা ব্যয় করে একটি অ্যাম্বুল্যান্স দেন সাংসদ। বৃহস্পতিবার দুপুরে অণ্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে আনুষ্ঠানিক ভাবে ওই অ্যাম্বুল্যান্সটি কর্তৃপক্ষের হাতে তুলে দেন।
advertisement

উপস্থিত ছিলেন সাংসদের পাশাপাশি পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস ও অণ্ডাল ব্লকের বিডিও-সহ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ মন্ডল ও পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নাম্বালাম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। বৈঠকে উঠে আসে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার নানা দিক।

advertisement

আরও পড়ুন: উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর সুফল! ফিরে এল সাইবার প্রতারণার ৫ লক্ষ টাকা, একটি কাজ করেছিলেন বাঁকুড়ার ব্যক্তি

View More

অণ্ডাল বিমানবন্দরকে আরও কার্যকর ও জনমুখী করতে একাধিক নতুন রুটে উড়ান চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়। ওই বৈঠকে সাংসদ শত্রুঘ্ন সিনহার কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অণ্ডালকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবাও বাড়ানোর ভাবনা চিন্তা করা হয়। ওই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে বিমানবন্দরে এখনও পর্যন্ত কোনও অ্যাম্বুল্যান্স নেই। বিষয়টি জানার পর সাংসদ ঘোষণা করেন, তাঁর তহবিল থেকে একটি অ্যাম্বুল্যান্স প্রদান করা হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে। দুর্ঘটনা বা কোনও যাত্রী অসুস্থ হলে দ্রুত যাতে চিকিৎসা ব্যবস্থার করা যায়। ওই বৈঠকে এই বিষয়টি তিনি জরুরি বলে মনে করেছিলেন। এছাড়াও ওই বৈঠকে বিমানবন্দরের বাইরের অংশে যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য স্বতন্ত্র শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বিমাননগরী ঘিরে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ভাবনাও আলোচিত হয় বৈঠকে।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
একটা ফোন, বাড়িতে পৌঁছে যাবে খোদ বর্ধমানের বিখ্যাত সীতাভোগ! বড় উদ্যোগ মিষ্টি দোকানের
আরও দেখুন

উল্লেখ্য, অণ্ডাল বিমানবন্দর ইতিমধ্যেই ভুবনেশ্বর ও গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ওই বৈঠকে আলোচনার পরে অক্টোবর মাস থেকে বারাণসীতে বিমান পরিষেবা শুরু হয়। অণ্ডাল থেকে দিল্লিগামী উড়ান বাড়ানো নিয়েও ওইদিন বৈঠকে কথা বলেন সাংসদ। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া ও এয়ার এশিয়ার মতো বড় সংস্থার সঙ্গে সরাসরি উড়ান চালু করতে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তাও আলোচনায় উঠে এসেছে। শত্রুঘ্ন সিনহা বলেন, “২১ লক্ষ টাকা ব্যয় করে এই অ্যাম্বুল্যান্সটি তুলে দেওয়া হল যাত্রীদের কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে। আমরা প্রত্যেক মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের পাশে আছি৷”

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Shatrughan Sinha: ২১ লক্ষ টাকা ব্যয়ে অণ্ডাল বিমানবন্দরকে অ্যাম্বুল্যান্স দিলেন শত্রুঘ্ন সিনহা, রয়েছে অত্যাধুনিক সব সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল