উপস্থিত ছিলেন সাংসদের পাশাপাশি পশ্চিম বর্ধমানের জেলাশাসক পোন্নাম্বালাম এস ও অণ্ডাল ব্লকের বিডিও-সহ প্রশাসনিক আধিকারিকরা। এছাড়াও ছিলেন বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ মন্ডল ও পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, চলতি বছরের অগাস্ট মাসে বিমানবন্দরে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় বৈঠকে এই সিদ্ধান্তের ইঙ্গিত মিলেছিল। আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহার নেতৃত্বে আয়োজিত ওই বৈঠকে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পোন্নাম্বালাম এস এবং বিমানবন্দরের ডিরেক্টর কৈলাশ মণ্ডল। বৈঠকে উঠে আসে বিমানবন্দরের বর্তমান পরিকাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা এবং নিরাপত্তা ব্যবস্থার নানা দিক।
advertisement
অণ্ডাল বিমানবন্দরকে আরও কার্যকর ও জনমুখী করতে একাধিক নতুন রুটে উড়ান চালুর বিষয়েও উদ্যোগ নেওয়া হয়। ওই বৈঠকে সাংসদ শত্রুঘ্ন সিনহার কথায়, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অণ্ডালকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে গড়ে তুলতে চান। সেই লক্ষ্যে পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি যাত্রী পরিষেবাও বাড়ানোর ভাবনা চিন্তা করা হয়। ওই বৈঠকে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে আসে বিমানবন্দরে এখনও পর্যন্ত কোনও অ্যাম্বুল্যান্স নেই। বিষয়টি জানার পর সাংসদ ঘোষণা করেন, তাঁর তহবিল থেকে একটি অ্যাম্বুল্যান্স প্রদান করা হবে বিমানবন্দর কর্তৃপক্ষকে। দুর্ঘটনা বা কোনও যাত্রী অসুস্থ হলে দ্রুত যাতে চিকিৎসা ব্যবস্থার করা যায়। ওই বৈঠকে এই বিষয়টি তিনি জরুরি বলে মনে করেছিলেন। এছাড়াও ওই বৈঠকে বিমানবন্দরের বাইরের অংশে যাত্রী এবং তাঁদের পরিবারের জন্য স্বতন্ত্র শৌচালয় তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়। বিমাননগরী ঘিরে পরিবেশবান্ধব শিল্প গড়ে তোলার ভাবনাও আলোচিত হয় বৈঠকে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখ্য, অণ্ডাল বিমানবন্দর ইতিমধ্যেই ভুবনেশ্বর ও গুয়াহাটির মতো গুরুত্বপূর্ণ শহরের সঙ্গে সংযোগ স্থাপন করেছে। ওই বৈঠকে আলোচনার পরে অক্টোবর মাস থেকে বারাণসীতে বিমান পরিষেবা শুরু হয়। অণ্ডাল থেকে দিল্লিগামী উড়ান বাড়ানো নিয়েও ওইদিন বৈঠকে কথা বলেন সাংসদ। একইসঙ্গে এয়ার ইন্ডিয়া ও এয়ার এশিয়ার মতো বড় সংস্থার সঙ্গে সরাসরি উড়ান চালু করতে কীভাবে উদ্যোগ নেওয়া যায়, তাও আলোচনায় উঠে এসেছে। শত্রুঘ্ন সিনহা বলেন, “২১ লক্ষ টাকা ব্যয় করে এই অ্যাম্বুল্যান্সটি তুলে দেওয়া হল যাত্রীদের কথা মাথায় রেখে বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে। আমরা প্রত্যেক মুহূর্তে মানুষের সঙ্গে মানুষের পাশে আছি৷”





