Bankura News: উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর সুফল! ফিরে এল সাইবার প্রতারণার ৫ লক্ষ টাকা, একটি কাজ করেছিলেন বাঁকুড়ার ব্যক্তি

Last Updated:

Bankura Cyber Security: প্রায় পাঁচ লক্ষ টাকা হাতে পেলেন বাঁকুড়ার ব্যক্তি। সাইবার প্রতারণায় খোয়া গিয়েছিল টাকা। কিন্তু তিনি এমন একটি কাজ করেন যার জন্য সেই টাকা আবার ফিরে পান তিনি।

প্রতারণার টাকা ফেরত দিচ্ছে পুলিশ
প্রতারণার টাকা ফেরত দিচ্ছে পুলিশ
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: প্রায় পাঁচ লক্ষ টাকা হাতে পেলেন বাঁকুড়ার ব্যক্তি। সাইবার প্রতারণায় খোয়া গিয়েছিল টাকা। কিন্তু তিনি এমন একটি কাজ করেন যার জন্য সেই টাকা আবার ফিরে পান তিনি। আপনার সঙ্গে হতে পারে এমন জিনিস, ভুল করেও বেরিয়ে যাবেন না। দ্রুত করুন এই কাজ, টাকা ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাবে। সুপ্রভাত রক্ষিত এক মুহূর্ত দেরি না করেও করেছিলেন একটি মোক্ষম কাজ, যার জন্য বড় অঙ্কের টাকা আবারও ফিরে পেলেন হাতে।
বাঁকুড়ার সাইবার ক্রাইম থানার তরফ থেকে ছাতনার কমলপুরের বাসিন্দা সুপ্রভাত রক্ষিতকে তার সাইবার প্রতারণায় খোয়া যাওয়া ৪,৯০,০০০/- টাকা আনুষ্ঠানিকভাবে ফেরত দেওয়া হয়েছে পুলিশের তরফে। গত মাসে একটি অজানা ফোন নম্বর থেকে নিজেকে অ্যাক্সিস ব্যাঙ্কের কর্মী পরিচয় দিয়ে তাকে কেউ ফোন করে, এরপর KYC আপগ্রেডেশনের নাম করে তাকে একটি ওটিপি শেয়ার করতে বলা হয়। ওটিপি শেয়ার করার কয়েক মুহূর্তের মধ্যেই তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে মোট চারটি অননুমোদিত লেনদেনের বার্তা আসে।
advertisement
advertisement
এরপর তিনি দ্রুত ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল (NCRP)-এ অভিযোগ দায়ের করেন, যার ভিত্তিতে বাঁকুড়ার সাইবার ক্রাইম থানায় একটি মামলাও রুজু হয়। মামলাটির বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে।  হাতে টাকা পেয়ে সুপ্রভাত রক্ষিত বলেন, “প্রায় ১৩ লক্ষ টাকা আমার খোয়া গেছে। দ্রুত বাঁকুড়া সাইবার থানায় অভিযোগ জানিয়েছিলাম। হাতে পেলাম প্রায় ৪ লক্ষ ৯০ হাজার টাকা। সাইবার থানার প্রচেষ্টায় আমার টাকা ফিরে পেয়েছি তার জন্য ধন্যবাদ জানাই।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুলিশের তরফ থেকেও করা হয়েছে সাধারণ মানুষকে সচেতন, জানান হয়েছে, “এই বিষয়ে সকল নাগরিককে সতর্ক থাকার অনুরোধ করা হচ্ছে, কোনও অজানা ব্যক্তিকে কখনও OTP, ব্যাঙ্কের তথ্য বা ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না। কোনও সন্দেহজনক আর্থিক লেনদেন বা অনলাইন প্রতারণার ঘটনা ঘটলে দ্রুত NCRP পোর্টালে (www.cybercrime.gov.in) রিপোর্ট করুন বা সহায়তার জন্য ১৯৩০ সাইবার হেল্পলাইনে কল করুন।”
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: উপস্থিত বুদ্ধিকে কাজে লাগানোর সুফল! ফিরে এল সাইবার প্রতারণার ৫ লক্ষ টাকা, একটি কাজ করেছিলেন বাঁকুড়ার ব্যক্তি