তবে এই ব্যস্ত জীবনযাপনে মানুষের আর সময় কোথায় মনীষীদের ওই বহুমূল্যবান উক্তি ও বাণী শোনার। তাই দুর্গাপুর শিল্পাঞ্চলের কালীগঞ্জ এলাকার হোমিওপ্যাথি চিকিৎসক বিজনবাবু এক অভিনব উদ্যোগ নেন৷ তিনি এলাকার ব্যস্ততম রাস্তার পাশে অপরের বাড়ির পাঁচিলে সমাজ পরিবর্তনের আসায় ওই সমস্ত মনিষীদের বাণীগুলি তুলে ধরেছেন।
আরও পড়ুন: বক্সার ভাইরাল গাইড, টগর পাতায় তোলেন গানের কলি! পাতার বাঁশির সুর শুনে ধন্য ধন্য করেন পর্যটকরা
advertisement
ওই উক্তিগুলি পথ চলতি মানুষ এক ঝলক পড়লেও জীবনের অনেক ভুলক্রুটি সংশোধন করতে পারবেন বলে দাবি বিজনবাবুর। বিজনবাবু সুষ্ঠ সমাজ গড়ার পাশাপাশি এলাকার মেধাবী পড়ুয়াদের সহযোগিতা করতে সারা বছর নিজের উদ্যোগে নানা সমাজকল্যাণমূলক কাজে লিপ্ত থাকেন৷ বিজনবাবুর দাবি, মনীষীদের বাণী ও উক্তিগুলি মানুষকে অনুপ্রেরণা যোগায়, কঠিন পরিস্থিতিতে সঠিক পথ দেখায়, নৈতিকতা ও মূল্যবোধ শেখায় এবং সমাজ পরিবর্তনে ভূমিকা রাখে। এই উক্তিগুলি ব্যক্তিগত ও সামাজিক জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে এবং জীবনের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় সাহায্য করে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মানুষকে নতুন কিছু শুরু করতে বা কঠিন সময়ে হাল না ছাড়তে অনুপ্রাণিত করে। যেমন, “শুরু করার উপায় হল কথা বলা ছেড়ে দেওয়া এবং মূল লক্ষ্যে পৌঁছতে কঠোর পরিশ্রম শুরু করা। জীবনের গভীর অর্থ খুঁজে পেতে, মূল্যবোধ তৈরি করতে এবং নৈতিকভাবে উন্নত হতে সাহায্য করে মনিষীদের উক্তিগুলি।” কালীগঞ্জ ও টেটিখেলা এলাকায় বিজনবাবু এমনই নজির বিহীন উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন শহরবাসী। সুষ্ঠ সমাজ গড়তে তাঁর এই মহান উদ্যোগ নজির গড়ছে শহরে। ইতিমধ্যেই তিনি স্থানীয় বাসিন্দা স্মৃতি সেনের বাড়ির পাঁচিলে মনীষীদের একাধিক উক্তি লিখেছেন। পাশাপাশি আরও নানা উক্তি তুলে ধরতে এলাকার বহু বাড়ির পাঁচিলের দেওয়ালে কাজ করা শুরু করেছেন তিনি।





