TRENDING:

Business Idea: নদীর চরে জন্মানো আগাছা দিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া! বিদেশে ব্যাপক চাহিদা, আগাছা থেকেই অঢেল আয়

Last Updated:

West Bardhaman Business Idea: কথায় আছে, 'গেঁয়ো যোগী ভিখ পায় না'। দুর্গাপুরে দামোদরের চরে জন্মানো আগাছা ফুলগুলিরও যেন সেরকম অবস্থা। সেই আগাছাই বিদেশে রফতানি করে হচ্ছে মোটা আয়। কীভাবে তা জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর, দীপিকা সরকার: কথায় আছে, ‘গেঁয়ো যোগী ভিখ পায় না’। দুর্গাপুরে দামোদরের চরে জন্মানো আগাছা ফুলগুলিরও যেন সেরকম অবস্থা। নদের চরে গজিয়ে ওঠা ওই আগাছাই সুসজ্জিত হচ্ছে বিদেশের ড্রইংরুমে। নদের পাড়ে বেড়ে ওঠা  সর, কাশ, নল গাছের ফুলের দিকে এখানে তেমন কেউ চেয়েও দেখে না। আর ওইসব ফুলই কিনা বিভিন্ন অনুষ্ঠানে মণ্ডপসজ্জার পাশাপাশি স্থান পাচ্ছে বিদেশীদের গৃহসজ্জায়। এই ফুল বিক্রি করেই জীবন জীবিকা নির্বাহ করছে দুর্গাপুরের ৩৯ নম্বর ওয়ার্ডের আশিস নগরের প্রায় ১০০টি পরিবার।
advertisement

শিল্পাঞ্চলে দামোদর নদের পাড়ে বসবাসকারী ওই পরিবারগুলির বর্তমানে জীবিকা হয়ে উঠেছে প্রকৃতি থেকে সংগৃহীত শুকনো ফুল বিক্রি। ওই ফুল কলকাতার কিছু ব্যবসায়ী সংগ্রহ করে রংবেরঙের করে তুলতেই চড়া দামে রফতানি হচ্ছে  ইউরোপ ও আমেরিকার মতো বিভিন্ন দেশে।

আরও পড়ুনঃ অর্ধপ্রসব অবস্থায় জঙ্গল থেকে বেরিয়ে মানুষের দোরগোড়ায়! মা হনুমানের ছটফটানি দেখে চোখে জল সকলের, পিংলায় হৃদয়বিদারক দৃশ্য

advertisement

আন্তর্জাতিক বাজারে শুকনো ফুলের চাহিদা প্রায় তিন দশক ধরে বৃদ্ধি পেয়েছে। আমেরিকা, ইউরোপ, জার্মান, রাশিয়া, ইংল্যান্ড ও জাপান-সহ প্রায় ২০টি দেশে ভারতের প্রায় ৫০০ প্রজাতির শুকনো ফুল রফতানি করা হয়। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে দামোদর নদের চরে সর, কাশ, হোগলা ও নল গাছের বিরাট ঝোপ রয়েছে। ওই এলাকার নদের পাড়ের বাসিন্দারা ওইসব গাছের ফুল ও কাঠি সারাবছর সংগ্রহ করে রোদে শুকনো করেন। এলাকার এক ব্যবসায়ী এলাকাবাসীর কাছ থেকে সেই শুকনো ফুল ও কাঠিগুলি কিনে নেন।

advertisement

আরও পড়ুনঃ ভারত-বাংলাদেশ সীমান্তে দাউদাউ করে জ্বলছে তুলো বোঝাই ট্রাক! চাঞ্চল্য ঘোজাডাঙ্গায়

সেখান থেকে জয়নগরের এক ব্যবসায়ী তা কিনে নিয়ে একটি কারখানায় সেগুলিকে রংবেরঙের করে তোলেন। এরপরে কলকাতার বেশ কয়েকটি রফতানি সংস্থা সেগুলি কিনে নিয়ে বিদেশে রফতানি করে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নদীর চরে এইসব গাছের ঘন জঙ্গল রয়েছে। তাঁরা নৌকা করে ওই জঙ্গলে গিয়ে সর, কাশ, হোগলা ও নল গাছ সংগ্রহ করেন।  নল, কাশ ও সরগাছের এক হাজার ফুল বিক্রি করে প্রায় ৬০০ টাকা আয় হয়। এক হাজার হোগলা ফুল পিছু ২০০ টাকা মেলে। এছাড়াও নল ও সরের এক একটি কাঠি পিছু ৬০ পয়সা আয় হয়।

advertisement

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
এই স্কুলের কোনও ছাত্রী সেনার উচ্চপদে, কেউ আবার বিজ্ঞানী! ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা
আরও দেখুন

কলকাতার একটি রফতানি সংস্থার কর্ণধার রাজীব আগরওয়াল বলেন, “দুর্গাপুরে শুকনো ফুল আমরা রফতানি করি ইউরোপ, অস্ট্রেলিয়া, আমেরিকা ও জার্মান-সহ বিভিন্ন দেশে। নভেম্বর মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত এগুলি  পাওয়া যায়। এক দু’মাস বন্ধ থেকে জুন ও জুলাই থেকে আবার শুরু হয়। বিদেশে এই শুকনো ফুলের ব্যাপক চাহিদা রয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Business Idea: নদীর চরে জন্মানো আগাছা দিয়ে দুর্দান্ত বিজনেস আইডিয়া! বিদেশে ব্যাপক চাহিদা, আগাছা থেকেই অঢেল আয়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল