বর্তমানে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের হাতে কলমে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা দিতেই স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগ। পড়াশোনার পাশাপাশি এখানে ছাত্র-ছাত্রীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিভিন্ন জিনিস তৈরি করা শিখছে, এর ফলে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠছে। তারা কেউ বানিয়েছে ব্লাইন্ড স্টিক, হুইল চেয়ারের জন্য রিমোট কন্ট্রোল গাড়ি পাশাপাশি আরও অনেক কিছু।
advertisement
ফুড এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট সোসাইটির কর্ণধার চন্দ্রশেখর কুন্ডু বলেন, “আমাদের বিভিন্ন জায়গায় ১৯টি কোচিং সেন্টার আছে। আটটি গ্রামের পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের নিয়ে এখানে একটি কোচিং সেন্টারে আয়োজন করা হয়েছে। এখানে ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহ বাড়ানোর জন্য একটি ক্লাসের আয়োজন করেছি। ছোট থেকে প্রযুক্তিগত শিক্ষা দিলে আগামীতে ভাল জায়গায় পৌঁছবে ছাত্রছাত্রীরা, সেই উদ্দেশ্যেই আমাদের এই ভাবনা।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বনসরাকডিহি এলাকায় পিছিয়ে পড়া ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য একটি বিনামূল্যে কোচিং সেন্টারের আয়োজন করা হয়েছে। সেখানে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে হাতে-কলমে শিক্ষাদান করা হচ্ছে। প্রত্যেক শনি ও রবিবার শিক্ষক নিয়ে এসে এই ক্লাস করান হয়।
নবম, দশম, একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা এই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে শিক্ষা নিচ্ছে এবং ছাত্র-ছাত্রীরা প্রত্যেকদিন এখানে পড়াশোনা করতে আসছে, যার ফলে তাদের পড়াশোনায় মনোযোগ বাড়ছে। আগামীতে ছাত্র-ছাত্রীদের তৈরি জিনিসপত্র এলাকায় ভাল কিছু কাজে লাগানোর চেষ্টা করা হবে বলে জানা গিয়েছে। রীতিমতো স্বেচ্ছাসেবী সংস্থার এই উদ্যোগে এলাকায় ব্যাপক সাড়া পড়েছে।