গা ছমছমে জঙ্গলের মাঝে অনাবিল শান্তির খোঁজ! ঝাড়গ্রাম ঘুরতে গেলে একবার ঘুরে আসুন এই জায়গায়, রয়েছে আলাদা মাহাত্ম্যও
- Published by:Madhab Das
- hyperlocal
- Reported by:Tanmoy Nandi
Last Updated:
এলাকায় গভীর শালের জঙ্গল, একটা সময় এখান দিয়ে পার হতে গেলে গা ছম ছম করে উঠত। এখান দিয়ে পার হওয়ার সময় এক বিশেষ প্রাণীকে স্মরণ করতেন এখনকার বাসিন্দারা।
<strong>নয়াগ্রাম, ঝাড়গ্ৰাম, তন্ময় নন্দী</strong>: নয়াগ্রামের খড়িকামাথানি থেকে মাত্র কিছুটা গেলেই একটি মন্দির রয়েছে। যেখানে দেবতার আসনে রয়েছে প্রাণী। এলাকায় গভীর শালের জঙ্গল, একটা সময় এখান দিয়ে পার হতে গেলে গা ছম ছম করে উঠত। এখান দিয়ে পার হওয়ার সময় এক বিশেষ প্রাণীকে স্মরণ করতেন এখনকার বাসিন্দারা।
advertisement
advertisement
advertisement
advertisement
স্থানীয়দের মুখে প্রচলিত রয়েছে গভীর শাল জঙ্গল থেকে বেরিয়ে এসে একটা কালো ষাঁড় আবার জঙ্গলের অন্ধকারেই মিশে যেত। হিংস্র বাঘের মুখে পড়ে জঙ্গলের অসহায় মানুষ ষাঁড়বাবাকে স্মরণ করত। ষাঁড়বাবা উপস্থিত হয়ে বাঘের সঙ্গে লড়াই করে তাদের প্রাণ বাঁচাত। আজও নয়াগ্রাম এলাকার লোকেরা ঘরের বাইরে গেলে কালুয়া ষাঁড়কে স্মরণ করে যান। (ছবি ও তথ্য - তন্ময় নন্দী)
advertisement
advertisement