TRENDING:

Weekend Trip: ঠিক যেন গল্পের বই...! কলকাতার কাছেই ইতিহাসের মোড়া ছবির মত রাজবাড়ি, সুযোগ পেলে একবার ঘুরে আসুন

Last Updated:

Weekend Trip: বাঙালি যেমন দুর্গাপুজো যেতে দেয় না, তেমনই বর্ষাকে ছাড়তে চায় না সহজে। বর্ষার রেশ যতদিন থাকবে ততদিন ঘোরার আমেজটা বহাল তবিয়তে থাকবে তা বলাই বাহুল্য।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: ইতিহাস অনুসারে বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুরের সীমান্তবর্তী গ্রামগুলি থেকে শুরু করে পুরুলিয়া জেলার কুইলাপাল পর্যন্ত বিস্তীর্ণ মৌজা ছিল সিমলাপাল রাজ পরিবারের অধীনে। সিমলাপাল রাজ পরিবারের শেষ রাজা ছিলেন শ্যামসুন্দর সিংহ চৌধুরি। তাঁর তিন ছেলে। রাজ পরিবারের তত্ত্বাবধানেই বাঁকুড়ার এই সুন্দর রাজবাড়ি আজও বিদ্যমান। বর্ষায় প্রাচীন এই রাজবাড়ি যেন এক গল্পের বই। প্রতিটি ফ্রেমে একটা করে নতুন গল্প।
advertisement

এবার প্রশ্ন সিমলাপাল রাজবাড়ি যাবেন কীভাবে? বাঁকুড়া শহর থেকে যাওয়া খুব সোজা। বাঁকুড়া শহর থেকে সোজা চলে আসতে হবে তালডাংরা। বাঁকুড়া থেকে তালডাংড়ার দূরত্ব ২৬ কিলোমিটার। এবার তালডাংরা থেকে সোজা রাস্তা ধরে সিমলাপাল, আরও ১২ কিলোমিটার। সিমলাপাল বাজারে ঢুকেই দেখতে পাবেন সিমলাপাল রাজবাড়ি। যারা কলকাতা থেকে আসছেন তারা বাঁকুড়া শহর থেকে বাসে করে কিংবা গাড়িতে চলে আসতে পারেন খুব সহজেই।

advertisement

আরও পড়ুন: পাহাড়, নদী, জঙ্গল…! বর্ষায় ঘুরতে যাওয়ার প্ল্যান? দক্ষিণবঙ্গের প্রাণ জুড়ানো সব জায়গা, দেখে নিন তালিকা

বাঁকুড়া ও পুরুলিয়া জেলার দামোদর ও দ্বারকেশ্বর নদ এবং কংসাবতী ও শিলাবতী নদী উপত্যকার জঙ্গলে বসবাসকারী গোষ্ঠীগুলোর নেতৃত্বে ঐতিহাসিকভাবে কয়েকটি রাজ্যের জন্ম হয়। বাঁকুড়া জেলাতে এমন চারটি রাজ্যের কথা তুলে ধরেন ক্ষেত্র সমীক্ষকরা, তার মধ্যে একটি হল তুঙ্গভুম। সিমলাপাল ছিল এই তুঙ্গভুমের অংশ। অর্থাৎ ঐতিহাসিক দিক থেকে যথেষ্ট গুরুত্ব রয়েছে সিমলাপালের এবং সেই কথাটা স্পষ্ট বোঝা যায় রাজবাড়ির প্রাঙ্গণে প্রবেশ করার পর। সামনেই সুবিশাল পুকুর এবং পিছনে রাজবাড়ি যেন এক রোমান্টিক কথা বলে।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্ষা চলছে পুরো দমে। সূর্য দেখা যাচ্ছে না। কিন্তু বাঙালি যেমন দুর্গাপুজো যেতে দেয় না, তেমনই বর্ষাকেও ছাড়তে চায় না সহজে। বর্ষার রেশ যতদিন থাকবে ততদিন ঘোরার আমেজটা বহাল তবিয়তে থাকবে তা বলাই বাহুল্য। সেই কারণেই বাঁকুড়ার এই রাজবাড়ি আপনার বর্ষায় একটা সুন্দর ডেসটিনেশন হতেই পারে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
যোগ ব্যায়ামেই ক্যানসার জয়ী..! দূর-দূরান্তের রোগীদের আজ 'আলো' দেখাচ্ছেন তিমিরবরণ! কী ভাবে?
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weekend Trip: ঠিক যেন গল্পের বই...! কলকাতার কাছেই ইতিহাসের মোড়া ছবির মত রাজবাড়ি, সুযোগ পেলে একবার ঘুরে আসুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল