TRENDING:

Weavers Livelihood Crisis: অবাক কাণ্ড! তাঁতিদের তাঁত ঘরে নেই কাপড়, ঝুলছে পেঁয়াজ 

Last Updated:

Weavers Livelihood Crisis: তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রাম ছেড়েছেন বহু মানুষ। সংসার চালানোর জন্য পেটের তাগিদে চলে যেতে হয়েছে অন্য জায়গায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পূর্ব বর্ধমান: লকডাউনের পর থেকে তাঁতের ব্যবসায় মন্দা। আর তাই পেটের টানে তাঁতের কাজ ছেড়ে অন্য পেশায় নিযুক্ত হয়েছেন এলাকার অধিকাংশ তাঁতি। পূর্বস্থলী-২ ব্লকের কালেখাতলা-১ পঞ্চায়েতের অন্তর্গত বাবুইডাঙা এলাকায় প্রায় ৫ হাজার মানুষের বসবাস। অধিকাংশ‌ই তাঁতের সঙ্গে যুক্ত ছিলেন। লকডাউনের পর থেকে সেই তাঁতের ব্যবসায় মন্দা শুরু হওয়ায় বাধ্য হয়েছেন পেশা পরিবর্তনে। কেউ ধরেছেন ফুলের ব্যবসা, কেউ করছেন চাষাবাদ, আবার কেউ বা পাড়ি দিয়েছেন ভিন রাজ্যে।
advertisement

এই প্রসঙ্গে এক তাঁতি জানান, তাঁর পাঁচটা তাঁত ছিল। বউয়ের গয়না বন্ধক দিয়ে তিনি তাঁত গড়েছিলেন। কিন্তু লকডাউনের পর থেকে তাঁত পুরো বন্ধ হয়ে গিয়েছে। সংসার চালানোর তাগিদেই তিনি অন্য পেশা বেছে নিয়েছেন।

আর‌ও পড়ুন: নেই পাড়ানি, ১ টাকার নৌকায় পাড়ের কড়ি রেখে যাচ্ছেন যাত্রীরাই

তাঁতের ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণে গ্রাম ছেড়েছেন বহু মানুষ। সংসার চালানোর জন্য পেটের তাগিদে চলে যেতে হয়েছে অন্য জায়গায়। সবমিলিয়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছেন স্থানীয় তাঁতিরা। এই প্রসঙ্গে আরেক তাঁতি বলেন, এখানে তাঁতের কাজ খুব ভাল চলত। লকডাউনের পর এবং পাওয়ারলুম এসে যাওয়ায় ব্যবসা পুরো শেষ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বনোয়ারীলাল চৌধুরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Weavers Livelihood Crisis: অবাক কাণ্ড! তাঁতিদের তাঁত ঘরে নেই কাপড়, ঝুলছে পেঁয়াজ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল