Boat Crossing: নেই পাড়ানি, ১ টাকার নৌকায় পাড়ের কড়ি রেখে যাচ্ছেন যাত্রীরাই
- Published by:kaustav bhowmick
- hyperlocal
- Reported by:Nawab Ayatulla Mallick
Last Updated:
Boat Crossing: ৪০ বছর আগে গোপাল বৈদ্যের বাবা জ্যোতিষ বৈদ্য মথুরাপুর-২ ব্লকের কাশীনগরে এই নৌকা আনেন। তখন মণি নদীর জলের ধারা এসে পুষ্ট করত এই শাখা খালটিকে। নৌকায় করেই চলত পারাপার
দক্ষিণ ২৪ পরগনা: কাশীনগর বাজার থেকে বাসরাস্তায় উঠতে হলে অনেকেই ব্যবহার করেন নৌকা। কিন্তু আজকের দিনে এই নৌকায় চড়ার খরচ জানলে আপনি অবাক হয়ে যেতে পারে। মাত্র ১ টাকা দিয়ে এই নৌকায় ওঠা যায়। তবে বেশ কিছুদিন হল নৌকার মালিক গোপাল বৈদ্যের দেখা মিলছে না।স্থানীয়রা তাঁর দেখা না পেয়ে নির্দিষ্ট যায়গায় ১ টাকা রেখে চলে যাচ্ছেন। এক বিরল সততার নজির। তবে কেউ কেউ আবার ২ টাকাও দিচ্ছেন।
এদিকে নৌকার মালিক গোপাল বৈদ্য কোথায়, খোঁজ নিয়ে জানা গিয়েছে তিনি অসুস্থ হয়ে ভর্তি আছেন হাসপাতালে। তাই ঘাটে আসতে পারছেন না। কাশীনগরের নৌকা সাঁকো দিয়ে সারাদিনে যাতায়াত করেন ২০০ থেকে ২৫০ জন ব্যক্তি। তাঁদের মধ্যে গোপাল বৈদ্যের অনুপস্থিতিতে কিছুজন চাইছেন ঐতিহ্য হিসাবে এই নৌকা থাকুক, আবার কিছুজন চাইছেন নৌকার বদলে পাকা সেতু হোক।
advertisement
advertisement
৪০ বছর আগে গোপাল বৈদ্যের বাবা জ্যোতিষ বৈদ্য মথুরাপুর-২ ব্লকের কাশীনগরে এই নৌকা আনেন। তখন মণি নদীর জলের ধারা এসে পুষ্ট করত এই শাখা খালটিকে। নৌকায় করেই চলত পারাপার। পরে কালক্রমে এই শাখা খালে জলের প্রবাহ কমে আসতে থাকে। ক্রমেই মজে যেতে থাকে এই খাল। পানায় আটকে যায় জলপ্রবাহ। কমে আসে নৌকা চালানোর মত পরিসর। বাধ্য হয়ে নৌকাটিকে আড়াআড়ি করে খালের মধ্যে স্থাপন করা হয়। তার উপর কাঠের পাটাতন দিয়ে নৌকাটিকে বানিয়ে ফেলা হয় সাঁকোয়।শুখা মরসুমে ব্যবহার করা হয় ১ টা নৌকা, বর্ষার সময় ২ টো নৌকা জুড়ে চলে পারাপার। কিন্তু গোপাল বৈদ্যের অনুপস্থিতিতে আগামীতে এই নৌকা-সাঁকোতে পারাপার করা যাবে কিনা তা এখন প্রশ্নচিহ্নের মুখে। আর কতদিন চলবে এই নৌকা-সাঁকো সেই প্রশ্নই এখন ঘুরছে লোকের মুখে মুখে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 03, 2024 11:40 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Boat Crossing: নেই পাড়ানি, ১ টাকার নৌকায় পাড়ের কড়ি রেখে যাচ্ছেন যাত্রীরাই