TRENDING:

Phuchka Selling: শাড়ির জমিনে নক্সা তোলা হাত এখন ফুচকা তৈরি করে! ভাগ্যের ফেরে তাঁতিরা এখন ফুচকা বিক্রেতা

Last Updated:

Phuchka Selling:ফুচকা তৈরি লাগে আটা, খাবার সোডা, সুজি। এই সমস্ত উপকরণ  শীতকালে গরম জলে এবং গরমকালে ঠান্ডা জলে মেখে মণ্ড তৈরি করে তার পর সাইজমতো কেটে সেগুলিকে বেলে তৈরি করা হয় এই ফুচকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মৈনাক দেবনাথ, নদিয়া: একসময় তাঁতের খটখট আওয়াজ উঠতো যে পাড়ায় সে পাড়া বদলে ফেলেছে নিজের চরিত্র। রানাঘাট স্টেশন থেকে পাঁচ কিলোমিটার দূরে পুলিননগর গ্রামের পরিচিতি এখন ‘ফুচকা গ্রাম’ নামে। এই গ্রামের প্রায় ২০০ পরিবার এখন নিজেদের জীবিকা নির্বাহ করে ফুচকা তৈরির মাধ্যমে। ফুচকা নামটা শুনলে জিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। সেই টক ঝাল মুচমুচে ফুচকাই দিন-রাত তৈরি করে চলেছেন পুলিনগরের বাসিন্দারা। খেতে যতটা স্বাদ তৈরির পেছনে থাকে ঠিক ততটাই পরিশ্রম।একটু উনিশ-বিশ হলেই সব পরিশ্রম মাটি। প্রতিদিন একজন শ্রমিক প্রায় ১০ থেকে ১৫ কেজি আটা মেখে ফুচকা তৈরি করেন। কখনও কারিগর দিয়ে, কখনও বা নিজেরাই তৈরি করেন এই ফুচকা। ফুচকা তৈরি লাগে আটা, খাবার সোডা, সুজি। এই সমস্ত উপকরণ  শীতকালে গরম জলে এবং গরমকালে ঠান্ডা জলে মেখে মণ্ড তৈরি করে তার পর সাইজমতো কেটে সেগুলিকে বেলে তৈরি করা হয় এই ফুচকা। এরপর সেগুলি পাইকারি হিসেবে চলে যায় রাজ্যের এবং রাজ্যের বাইরে ও এছাড়াও স্থানীয়রাও বিক্রি করে থাকেন পাড়াতে এই ফুচকা।
advertisement

ওড়িশা থেকে এই পাড়ায় এক ব্যক্তি আসেন প্রথমে তিনি এই ফুচকা বিক্রি শুরু করেন। সেই সময় তাঁতের কাজে যথারীতি পড়েছিল ভাটা। এরপর ধীরে ধীরে বিভিন্ন তাঁত শ্রমিকরা তাঁর থেকেই ফুচকা বানানো শেখে। এবং হয়ে ওঠেন এক একজন দক্ষ ফুচকা প্রস্তুতকারক। প্রথমে পাড়ায় পাড়ায় গাড়ি নিয়ে এবং বিভিন্ন মেলায় ফুচকা বিক্রি করার পর পাইকারি হিসেবে বিভিন্ন জায়গা থেকে অর্ডার আসতে থাকে ফুচকার। এরপরেই নিজেদের বিক্রির পাশাপাশি তারা ভিনরাজ্যের জন্যেও তৈরি করতে থাকেন ফুচকা। শুধু তাই নয় অনেকে এই পাড়াতে এসে ফুচকা বানানো শিখে তারপর নিজেরাই তৈরি করে রোজগার করছেন।

advertisement

আরও পড়ুন : রাত পোহালেই চৈত্র অমাবস্যা! শনিশ্চরী অমানিশায় কখন শুরু সূর্যগ্রহণ? চলবে কতক্ষণ? এই জিনিসগুলি খেলেই পড়বেন রাহুর গ্রাসে

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

সকাল থেকে চলে ফুচকা বানানো এবং ভাজার প্রক্রিয়া। এরপর এই ফুচকা পাড়ি দেয় নদিয়া ছাড়াও বিভিন্ন এলাকায়। তবে বর্তমানে ফুচকা প্রস্তুতকারীদের আক্ষেপ কাঁচামালের দাম যেভাবে বৃদ্ধি পাচ্ছে, আগের মতো লাভ পাচ্ছেন না তাঁরা। তাই যতটা পরিশ্রম তাদের করতে হয় ততটা মুনাফা ঘরে আসে না তাদের। ভবিষ্যতে ফুচকার দাম বৃদ্ধি পেলে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বলে এমনটাই জানাচ্ছেন তাঁরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Phuchka Selling: শাড়ির জমিনে নক্সা তোলা হাত এখন ফুচকা তৈরি করে! ভাগ্যের ফেরে তাঁতিরা এখন ফুচকা বিক্রেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল