Suryagrahan on Chaitra Amavasya 2025 Astro Tips: রাত পোহালেই চৈত্র অমাবস্যা! শনিশ্চরী অমানিশায় কখন শুরু সূর্যগ্রহণ? চলবে কতক্ষণ? এই জিনিসগুলি খেলেই পড়বেন রাহুর গ্রাসে

Last Updated:
Suryagrahan on Chaitra Amavasya 2025 Astro Tips:এ বছর চৈত্র অমাবস্যা পড়েছে শনিবারে৷ ফলে সেটিকে বলা হবে শনিশ্চরী অমাবস্যা৷ তাছাড়া এই তিথিতে এ বার সূর্যের খণ্ডগ্রাসও রয়েছে৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়েছে বহুগুণে৷
1/8
চলছে চৈত্রমাস৷ এসে গেল চৈত্র অমাবস্যা৷ অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী এই তিথিকে দর্শ অমাবস্যাও বলা হয়৷ গুরুত্বপূর্ণ এই তিথির মাহাত্ম্য এ বছর বেড়ে গিয়েছে কয়েক গুণ৷
চলছে চৈত্রমাস৷ এসে গেল চৈত্র অমাবস্যা৷ অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ী এই তিথিকে দর্শ অমাবস্যাও বলা হয়৷ গুরুত্বপূর্ণ এই তিথির মাহাত্ম্য এ বছর বেড়ে গিয়েছে কয়েক গুণ৷
advertisement
2/8
এ বছর চৈত্র অমাবস্যা পড়েছে শনিবারে৷ ফলে সেটিকে বলা হবে শনিশ্চরী অমাবস্যা৷ তাছাড়া এই তিথিতে এ বার সূর্যের খণ্ডগ্রাসও রয়েছে৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়েছে বহুগুণে৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
এ বছর চৈত্র অমাবস্যা পড়েছে শনিবারে৷ ফলে সেটিকে বলা হবে শনিশ্চরী অমাবস্যা৷ তাছাড়া এই তিথিতে এ বার সূর্যের খণ্ডগ্রাসও রয়েছে৷ ফলে জ্যোতিষ মাহাত্ম্য বেড়েছে বহুগুণে৷ বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল৷
advertisement
3/8
দৃক পঞ্চাঙ্গ সিদ্ধান্ত অনুসারে এ বছর চৈত্র অমাবস্যা শুরু হচ্ছে ২৮ মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭.৫৫ মিনিটে৷ এই তিথি থাকবে শনিবার, ২৯ মার্চ বিকেল ৪.২৭ পর্যন্ত৷
দৃক পঞ্চাঙ্গ সিদ্ধান্ত অনুসারে এ বছর চৈত্র অমাবস্যা শুরু হচ্ছে ২৮ মার্চ, শুক্রবার সন্ধ্যা ৭.৫৫ মিনিটে৷ এই তিথি থাকবে শনিবার, ২৯ মার্চ বিকেল ৪.২৭ পর্যন্ত৷
advertisement
4/8
উদয় তিথি অনুসারে অমাবস্যা পালিত হবে শনিবারই৷ তাই একে বলা হচ্ছে শনিশ্চরী অমাবস্যা৷
উদয় তিথি অনুসারে অমাবস্যা পালিত হবে শনিবারই৷ তাই একে বলা হচ্ছে শনিশ্চরী অমাবস্যা৷
advertisement
5/8
আগামী ২৯ মার্চ, শনিবার চৈত্র অমাবস্যায় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।
আগামী ২৯ মার্চ, শনিবার চৈত্র অমাবস্যায় খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হবে। যদিও ভারতবর্ষ থেকে এই গ্রহণ দেখা যাবে না। আমেরিকা, আফ্রিকা, ইউরোপ, এবং রাশিয়ার উত্তর অঞ্চল থেকে এই গ্রহণ দেখতে পাওয়া যাবে।
advertisement
6/8
ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে শনিবার দুপুর ২ টো ২১ মিনিটে৷ গ্রহণ শেষ হবে রাত ১২টা বেজে ২৩ মিনিটে। তবে ভারতে দৃশ্য নয় বলে এর প্রভাব এখানে পড়বে না৷
ভারতীয় সময় অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে শনিবার দুপুর ২ টো ২১ মিনিটে৷ গ্রহণ শেষ হবে রাত ১২টা বেজে ২৩ মিনিটে। তবে ভারতে দৃশ্য নয় বলে এর প্রভাব এখানে পড়বে না৷
advertisement
7/8
অমাবস্যা তিথিতে কোনও শুভ কাজ করা বাঞ্ছনীয় নয়৷ চেষ্টা করুন এই তিথিতে রাজসিক ও তামসিক আহার ত্যাগ করে সাত্তিক আহার গ্রহণ করতে৷ নেশাদ্রব্য গ্রহণ করবেন না৷ চিনির বদলে খান গুড়ের পায়েস৷
অমাবস্যা তিথিতে কোনও শুভ কাজ করা বাঞ্ছনীয় নয়৷ চেষ্টা করুন এই তিথিতে রাজসিক ও তামসিক আহার ত্যাগ করে সাত্তিক আহার গ্রহণ করতে৷ নেশাদ্রব্য গ্রহণ করবেন না৷ চিনির বদলে খান গুড়ের পায়েস৷
advertisement
8/8
ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, মাশরুম, মুসুরডাল, সজনেডাঁটা অমাবস্যা তিথিতে গ্রহণ করা যায় না৷ এই তিথিতে গ্রহণ করতে পারেন পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, চালকুমড়ো, করলা, কাঁচকলা, ঢেঁড়শ, চিচিঙ্গা, কচুজাতীয় সবজি,ওল, মানের মতো সবজি খাওয়া যায়৷
ফুলকপি, বাঁধাকপি, বিট, গাজর, মাশরুম, মুসুরডাল, সজনেডাঁটা অমাবস্যা তিথিতে গ্রহণ করা যায় না৷ এই তিথিতে গ্রহণ করতে পারেন পটল, ঝিঙে, মিষ্টি কুমড়ো, চালকুমড়ো, করলা, কাঁচকলা, ঢেঁড়শ, চিচিঙ্গা, কচুজাতীয় সবজি,ওল, মানের মতো সবজি খাওয়া যায়৷
advertisement
advertisement
advertisement