রবিবার পুরুলিয়ায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ থাকতে পারে ৩৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রার পারদ থাকতে পারে ১৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে তাপমাত্রার। খুব শীঘ্র গরমের দাপটে নাজেহাল হতে চলেছে জেলা পুরুলিয়া।দক্ষিণবঙ্গে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে।
advertisement
কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া… কোথাও আপাতত বৃষ্টির পূর্বাভাস নেই। মোটের উপর আবহাওয়া শুষ্ক থাকবে দক্ষিণের জেলাগুলিতে। মার্চের মাঝামাঝি ভ্যাপসা গরমের অনুভূতি হবে। বৃষ্টি বহাল থাকছে উত্তরে। দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়